আমদাবাদ: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের (IND vs WI) দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ হল। দ্বিতীয় সেশনে এক উইকেট হারিয়ে ভারতীয় দল বোর্ডে আরও ১০৮ রান যোগ করল। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও ধ্রুব জুরেল (Dhruv Jurel), উভয়েই অর্ধশতরান হাঁকিয়ে ক্রিজে উপস্থিত রয়েছেন। তাঁদের সংগ্রহ যথাক্রমে ৫০ ও ৬৮ রান। চা পানের বিরতিতে ভারতের স্কোর চার উইকেটের বিনিময়ে ৩২৬ রান।
সেশনের শুরুটা ভারতীয় দল একেবারেই ভালভাবে করেনি। লাঞ্চের পর দ্বিতীয় সেশনে শতরান হাঁকানো রাহুল আর কোনও রানই করতে পারেননি। জামাল ওয়ারিকানের বলে জাস্টিন গ্রেভসের হাতে কভারে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। জুরেলের সঙ্গে এমন সময় সঙ্গ দিতে নামেন জাডেজা। দুই তারকাই স্পিনারদের বিরুদ্ধে দুরন্ত আগ্রাসীভাবে শুরুটা করেন। আট বলের ব্যবধানে তিনটি ছক্কা মারেন তাঁরা। দেখতে দেখতেই ৭৭ বলে অর্ধশতরানের পার্টনারশিপ পূরণ করেন তাঁরা।
জাডেজার সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন জুরেব। পাঁচটি চার ও দুইটি ছক্কার সুবদে জুরেল ৯১ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। দুইজনে কোনও সময়ই রানের গতি কমতে দেননি। ১৫১ বলে জুরেল ও জাজেজার শতরানের পার্টনারশিপও হয়ে যায়। জুরেলের পর জাডেজাও ৭৫ বলে অর্ধশতরান পূরণ করেন। দুইজনে নিশ্চিত করেন যাতে এই সেশনে আর কোনও উইকেট না পড়ে।
দিনের শুরুটা ১২১ রানে দুই উইকেট থেকে করে ভারত। দিনের প্রথম ওভারেই জেডন সিলসের বিরুদ্ধে জোড়া বাউন্ডারি মারেন রাহুল। পরের কয়েক ওভারে ভারতীয় দলের ব্যাটারদের তেমন রান করার সুযোগ দেয়নি ওয়েস্ট ইন্ডিজ়়। ধীরে ধীরে ১৫০ রানের গণ্ডি পার করে ভারত। তবে ১৫০-র গণ্ডি পার করার পরেই গিল ও রাহুল, উভয়ই রান করার গতি বাড়ান। চার মেরেই ভারতকে লিড এনে দেন অধিনায়ক গিল। ৯৪ বলে নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। তবে অর্ধশতরানের পরই স্লিপে সহজ ক্যাচ দিয়ে ফেরেন গিল। রস্টন চেজ় ৯৮ রানের পার্টনারশিপ ভাঙেন।
গিল আউট হওয়ার পর ধ্রুব জুরেল সেট রাহুলকে সঙ্গ দিতে ক্রিজে নামেন। দেখতে দেখতেই ২০০ রানের গণ্ডি পার করে ফেলে ভারত। রাহুলও নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রাখেন। ইংল্যান্ডে তিনি দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেন। সেই দুরন্ত সফরের পর ঘরোয়া মরশুমের প্রথম ম্যাচেই কেরিয়ারের ১১তম টেস্ট শতরান পূরণ করে ফেলেন। সেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন, তার নয় বছর পর আবারও দেশের মাটিতে শতরান হাঁকালেন রাহুল। শেষ হয় প্রথম সেশনের খেলা।