রোসেউ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ডমিনিকায় ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট (IND vs WI 1st Test) শুরু হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়য়ের প্রায় মাসখানেক পরে ফের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামবে ভারতীয় দল। সিরিজ শুরুর আগে জার্সি পরে ফটোশ্যুট সেরে নিলেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) থেকে মুকেশ কুমার, যশস্বী জয়সওয়ালরা।
নতুন সিরিজ শুরুর আগে ভারতের জাতীয় ক্রিকেট দলের স্পনসর বদলে গিয়েছে। নতুন স্পনসেরর নাম লেখার জার্সি প্রকাশ্যে এল। ভারতীয় দলের জার্সিতে বদল বলতে তাছাড়া তেমন কিছুই নেই। জার্সির কাঁধের দিল হালকা নীল রঙের স্ট্রাইপ রয়েছে। বুকের কাছে লোগোর নীচে রয়েছে ক্রিকেটারদের জার্সি নম্বর। বিসিসিআই ক্রিকেটারদের ফটোশ্যুটের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, 'লাইট, ক্যামেরা, অ্যাকশন। ভারতীয় দল লাল বলের ক্রিকেটে হাড্ডহাড্ডি লড়াইয়ে মাঠে নামার আগে হেডশটের সেশনের ঝলক।'
প্রসঙ্গত, ভারত-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই যশস্বীর অভিষেক ঘটতে চলেছে। ভারতের ওপেনিং জুটি কী হতে চলেছে, তা ম্যাচের আগেরদিনই জানিয়ে দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় শিবির থেকে আভাস পাওয়া যাচ্ছিলই যে, রোহিত, শুভমন ও যশস্বীকেই প্রথম তিনে দেখা যেতে পারে। তবে প্রথম টেস্টের আগে জল্পনার অবসান ঘটালেন রোহিতই। জানিয়ে দিলেন, তাঁর সঙ্গে ওপেন করবেন যশস্বী। তিনে খেলবেন শুভমন।
রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, 'গিল তিন নম্বরে ব্যাট করবে, কারণ ও নিজেই তিনে ব্যাট করতে চায়। ও রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করে জানায় যে ও বেশিরভাগ ক্রিকেটটাই তিন ও চার নম্বরে খেলেছে। সেই কারণে ওই নম্বরে ব্যাট করতে পারলেই দলের হয়ে আরও ভাল পারফর্ম করতে পারবে বলে ওর ধারণা। আমাদের জন্যও তো এটা বেশ ভাল খবর। কারণ সেক্ষেত্রে বাঁ-হাতি, ডান হাতি যুগলবন্দিও হচ্ছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভাল গান শুনে গায়ে কাঁটা দেয় আপনার? জানেন এর পিছনে বৈজ্ঞানিক কারণ?