নয়াদিল্লি: রঞ্জি ক্রিকেটার, আইপিএল ক্রিকেটার, তাঁর একাধিক পরিচয়। আর এই ভিন্ন ভিন্ন পরিচয়ের মাধ্যমেই প্রতারণার ফাঁদ। ২৫ বছরের মৃণাঙ্ক সিংহকে (Mrinank Singh) প্রতারণার দায়ে দিল্লি পুলিশ আটক করেছে। এই প্রতারক নাকি নিজেকে ক্রিকেটার হিসাবে পরিচয় দিয়ে তাজ হোটেলের পাশাপাশি ভারতীয় ক্রিকেট তারকা ঋষভ পন্থকেও (Rishabh Pant) ঠকিয়েছেন।


গত বছর ২২ থেকে ২৯ জুলাই তাজ হোটেলে সাড়ে পাঁচ লক্ষ টাকার বিল করেও সেই টাকা মেটাননি তিনি। এরপরেই তাজ কর্তৃপক্ষের তরফে মৃণাঙ্কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই লোক ঠকানোর দায়ে মৃণাঙ্ককে প্রথমে মুম্বই ও পঞ্চকুলা পুলিশ গ্রেফতার করে, তারপর দিল্লি পুলিশের (Delhi Police) হাতে তাঁকে তুলে দেওয়া হয়। এই ব্যক্তিই নাকি গত বছরে ঋষভ পন্থের সঙ্গে এক কোটিরও অধিক টাকার প্রতারণা করেন।


দিল্লি পুলিশে কর্মরত এক ব্যক্তি জানান, 'চাণক্যপুরী পুলিশ স্টেশনে তাজের সিকিউরিটি ডিরেক্টরের তরফে এক অভিযোগ দায়ের করা হয়, যেখানে জানানো হয় সিংহ ক্রিকেটার হিসাবে নিজের পরিচয় দেন। তবে পাঁচ লক্ষ ৫৩ হাজারেরও অধিক বিল না মিটিয়েই হোটেল ছাড়েন তিনি।' তিনি হোটেল কর্তৃপক্ষকে জানান যে তাঁর তরফে এক বিখ্যাত স্পোর্টস কোম্পানি বিল মিটিয়ে দেবে এবং একটা ট্র্যান্সঅ্যাকশন নম্বর দিয়েও জানান যে ইতিমধ্যেই দুই লক্ষ টাকা পাঠানো হয়েছে। তবে শেষমেশ সবটাই ভুয়ো প্রমাণিত হয়।


উত্তর নেই শামির কাছে


বিশ্বকাপ জুড়ে দুরন্ত পারফরম্যান্স। নাগাড়ে ১০ জয়। তাও বিশ্বকাপ (CWC 2023) হাতছাড়া। খেতাব জয়ের লক্ষ্যে নিজেদের সর্বস্বটা উজাড় করে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাই ঠিক কী কারণে বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলকে (Indian Cricket Team) হারতে হল, তা আজও অজানা মহম্মদ শামির (Mohammed Shami) কাছে।


সম্প্রতি রিপোর্টারদের মুখোমুখি ভারতের তারকা ফাস্ট বোলার শামি বলেন, 'গোটা দেশেই তো ওই দিন হতাশ হয়েছিল। আমরা পর পর ম্যাচ জিতে যে গতিটা পেয়েছিলাম, সেটা তো শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টায় সর্বস্বটা উজাড় করে দিয়ে জেতার জন্য সচেষ্ট ছিলাম। তবে শেষমেষ কী ভুল হল, বুঝতেই পারছি না।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: মার্শ, স্মিথের অর্ধশতরান, তিন উইকেট শাহিনের, তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ অস্ট্রেলিয়ার হাতে