মুম্বই: আইপিএল শেষ হতেই টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের ঢাকে কাঠি পড়ে যাবে। হাতে বেশি সময়ও নেই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের তারকা ক্রিকেটাররা দীর্ঘদিন ধরেই ইংল্য়ান্ডের মাটিতে প্রস্তুতি সারছেন। সূত্রের খবর, ভারতীয় দলের কিছু তারকা ক্রিকেটারও আগেভাগেই ইংল্যান্ড উড়ে যাতে পারেন। দলের সঙ্গে নয়, আগেই ইংল্যান্ডে উড়ে গিয়ে সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া ও নিজেদের প্রস্তুতি শুরু করে দেবেন ৭ ভারতীয় ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।
আইপিএলের প্লে অফে জায়গা পায়নি আরসিবি। সেই দলের ২ ক্রিকেটার বিরাট ও সিরাজ রয়েছেন যাঁরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জাতীয় দলের সদস্য। আবার কেকেআরের উমেশ ও শার্দুল রয়েছেন। তেমনই রাজস্থানের অশ্বিন ও উনাদকাট রয়েছেন। দিল্লি ক্যাপিটালসের অক্ষর পটেলও ভারতীয় টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। বাকি যাঁরা রয়েছেন তাঁরা প্লে অফে জায়গা পাওয়া বিভিন্ন দলের সদস্য। ফলে তাঁরা এখনও যেতে পারবেন না।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে. ''টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিতে সাতজন ভারতীয় ক্রিকেটার দ্রুত ইংল্য়ান্ডে পাড়ি দিচ্ছেন। তাঁদের সঙ্গে কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরাও যাবেন। এই প্লেয়ারদের মধ্য়ে রয়েছেন, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, অক্ষর পটেল, শার্দুল ঠাকর, জয়দেব উনাদকাট, উমেশ যাদব।'' টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন। তিনি সেখানে কাউন্টি খেলছিলেন। ভারতীয় তারকারা লন্ডনে পৌঁছলেই সেখানে তাঁদের সঙ্গে যোগ দেবেন পূজারা।
ভারতীয় দল আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পাবে না কে এল রাহুল, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরার মত তারকা তিন ক্রিকেটারকে। রাহুল আইপিএলে খেলার সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। পন্থ ও বুমরা এখনও রিহ্যাবে রয়েছেন। তাঁরা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে উমেশ ও উনাদকাটকে ম্যাচ ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৭ জুন থেকে শুরু হতে চলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। গতবারই ফাইনালে উঠেছিল ভারতীয় দল। কিন্তু নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয় তাঁদের। এবারও সুযোগ রয়েছে। সামনে এবার প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া শিবির। অজি শিবিরের তারকা ক্রিকেটার স্মিথ, কামিন্স, স্টার্ক, লিঁয়রা দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডে রয়েছেন এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ও প্রস্তুতি সারতে।