কলকাতা: আইপিএলে অরেঞ্জ ক্য়াপের দৌড়ে শীর্ষেই এখনও ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। গুজরাত টাইটান্সের বিরদ্ধে ম্যাচে বড় রান আসেনি ব্যাট থেকে। আরসিবিও টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে হেরে। কিন্তু পুরো টুর্নামেন্টে এতটাই ধারাবাহিক রান করে গিয়েছেন ডু প্লেসি যে এখনও অরেঞ্জ ক্য়াপ তাঁর মাথাতেই রয়েছে। চলতি আইপিএলে তাঁর আট নম্ব অর্ধশতরান হাঁকিয়েছিলেন আগের ম্য়াচে। অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) দখলের লড়াইয়ে বাকিদের থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিয়েছিলেন। এবারের টুর্নামেন্টে আরসিবির শেষ ম্য়াচ খেলে ফেলল। সেই হিসেবে ১৪ ম্য়াচে ৭৩০ রান দিয়ে শেষ করলেন ফাফ।



এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন শুভমন গিল। গুজরাত টাইটান্সের ব্যাটার আরসিবির বিরুদ্ধে লিগের শেষ ম্য়াচে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। অরেঞ্জ ক্যাপ প্রাপকের দৌড়ে দ্বিতীয় স্থানে উঠে গিলের সংগ্রহ এই মুহূর্তে ৬৮০ রান। যা পরিস্থিত তাতে ফাফকে টপকে অরেঞ্জ ক্যাপ জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে এই ডানহাতি তরুণের সামনে। 


তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। তিনিও এদিনের ম্য়াচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১০১ রানের অপরাজিত ইনিংস খেললেও আরসিবি হেরে যাওয়ায় বিরাটেরও এবারের মত আইপিএল টুর্নামেন্ট শেষ হয়ে গেল। তাই তাঁর আগামী ম্যাচে আর খেলার সুযোগ থাকছে না। বিরাট শেষ করলেন ৬৩৯ রানে থেকে।


রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। রাজস্থান টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে নিজে ব্য়াট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাঁহাতি ওপেনার। ১৪ ম্য়াচে ৬২৫ রান করেছেন তিনি। ১২৪ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও রয়েছে তার মধ্য়ে। যা এবারের আইপিএলে করা কোনও ব্য়াটারের সর্বোচ্চ ব্যক্তিগত।  পাঁচ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে। তিনি ১৪ ম্যাচে ৫৮৫ রান করেছেন। 


৬ নম্বরে উঠে এসেছেন ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার। সানরাইজার্স হায়দরাবাদ ম্য়াচের পর সূর্যকুমার যাদব উঠে এসেছেন সপ্তম স্থানে। তিনি ১৪ ম্যাচে ৫১১ রান করেছেন। আগামী ম্য়াচগুলোতেও তাঁর রান সংখ্যা আরও বাড়়ানোর সুযোগ থাকছে। আট নম্বরে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড। ১৪ ম্যাচে ৫০৪ রান করেছেন তিনি। নবম স্থানে আছেন কেকেআরের রিঙ্কু সিংহ। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই মিডল অর্ডার ব্যাটার। চলতি আইপিএলে কেকেআরের জার্সিতে সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু। তিনি নবম স্থানে উঠে এসেছেন। তালিকায় প্রথম দশের সবার শেষে রয়েছেন হেনরিচ ক্লাসেন। ১১ ম্যাচে ৪৩০ রান তাঁর ঝুলিতে।