ঢাকা: বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দলে রাখা হয়নি তাঁকে। যা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে। হিন্দু বলেই কি লিটন দাসকে (Litton Das) বাদ দেওয়া হল, জোরাল প্রশ্ন তুলছেন অনেকে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি লিটনের বাদ পড়া নিয়ে বিতর্ক উস্কে দিচ্ছে। বলা হচ্ছে, হিন্দু বলেই কি দল থেকে বাড পড়লেন লিটন দাস?
চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঝকঝকে সেঞ্চুরি করেছেন লিটন। যেটা বিপিএলে তাঁর প্রথম সেঞ্চুরি। মাত্র ৪৪ বলে সেঞ্চুরি করেন লিটন। বিপিএলের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। পারভেজ হোসেন ইমন ৪২ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটিই বিপিএলে দ্রুততম। ৮টি চার ও ৭ ছক্কায় সাজানো লিটনের ইনিংস। তাঁর দাপটে মরশুমে প্রথম ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। পরপর ৬ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।
স্বাভাবিকভাবেই লিটনের ইনিংসের পর তাঁকে জিজ্ঞেস করা হয়, সমালোচকদের জবাব দিতেই কি এই ইনিংস? লিটনের জবাব, 'না ভাই। আমার কারও কাছে কিছু প্রমাণ করার নেই। কাউকে কিছু প্রমাণ করার আগ্রহও নেই।'
এরপরই লিটন বলেন, 'আমার মাথায় সব সময় চিন্তাভাবনা চলে, কী করে নিজেরক খেলাকে আরও একটু উন্নত করতে পারি। সম্প্রতি আমার সময়টা ভাল যাচ্ছিল না। আজ যেরকম খেললাম, বলতে পারব না পরের ম্যাচেও একইভাবে খেলতে পারব বলে। তবে আমি ধারাবাহিক থাকার চেষ্টা করব।'
নির্বাচকদের জবাব দিলেন? লিটন বলছেন, 'এটা বলা কঠিন যে, আমি নির্বাচকদের জবাব দিলাম কি না। তবে এখন নির্বাচকদের কোর্টে বল। তাঁরা এখন হয়তো মনে করছেন আমি দলের জন্য যোগ্য নই। সেই কারণেই হয়তো আমি দলে নেই। তাঁরা যদি মনে করেন আমি যথেষ্ট ফিট, হয়তো দলে ফেরার সুযোগ দেবেন। তবে পুরোটাই তাঁদের সিদ্ধান্ত। আমার এখন মন শুধু বিপিএলে।'
লিটন জানিয়েছেন, তাঁকে কেন বাদ দেওয়া হল, তা নিয়ে নির্বাচকেরা সরাসরি কিছু বলেননি। বলেছেন, 'একটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তবে সেটা নির্বাচকেরা দেননি। অন্যভাবে জেনেছি। আমি কেন বাদ পড়েছি, সেটা সংবাদমাধ্যমেই বেরিয়েছে। আমি কেন বাদ পড়েছি, সেটা নিয়ে লেখালিখি হয়েছে। আমি পারফর্ম করতে পারিনি। সেটা সকলেই জানেন।'
আরও পড়ুন: ইডেনে আইপিএলের বাড়তি ২ ম্যাচ, সঙ্গে দুই মেগা ইভেন্ট, উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটপ্রেমীরা