ত্রিনিদাদ: চার ওভারের চারটিই মেডেন, ঝুলিতে তিন উইকেট। অবিশ্বাস্য লাগলেও, এটাই পাপুয়া নিউ গিনির (PNG vs NZ) বিরুদ্ধে লকি ফার্গুসনের (Lockie Ferguson) বোলিং পরিসংখ্যান। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা আর কোনদিনও দেখা যায়নি। ফার্গুসনের বোলিং পরিসংখ্যান দেখে বিস্মিত ক্রিকেটবিশ্ব। তাঁর অনবদ্য বোলিংয়ে ভর করেই পাপুয়া নিউ গিনিকে হেলায় হারিয়ে এ বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) অভিযান শেষ করল নিউজ়িল্যান্ড।


এর আগে আন্তর্জাতিক বিশ ওভারের ফর্ম্যাটে কেবলমাত্র এক বোলারই নিজের গোটা স্পেলে এক রানও খরচ করেননি। তিনি কানাডার সাদ বিন জাফর। পানামার বিরুদ্ধে ২০২১ সালে এই ঘটনা ঘটেছিল। তার ঠিক তিন বছর পর লকি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন। ৩৩ বছর বয়সি কিউয়ি ফাস্ট বোলার নিজের স্পেলের প্রথম বলেই পাপুয়া নিউ গিনি অধিনায়ক আসাদ ভালাদাকে সাজঘরে ফেরত পাঠান ছয় রানে। পরবর্তী ব্যাটার বাকি ওভারটা সমঝেই কাটিয়ে দেন। পাওয়ার প্লের পরের ওভারে বলে এসেও দুরন্ত বোলিং করে ব্যাটারকে আটকে রাখেন লকি।


এরপর ইনিংসের ১২ ও ১৪ ওভারে ফের একবার বল হাতে তুলে নিয়ে দুই ওভারে একটি করে উইকেট নেন ডান হাতি তারকা বোলার। এই অনবদ্য কৃতিত্বের জন্য তাঁর স্পেল শেষেই সকল কিউয়ি তারকারা লকিকে বাহবা দেন। তাঁর সঙ্গে করমর্দন করেন। কিউয়ি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয় এক সময় ৩৫ রানে দুই উইকেট থেকে ৭৮ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউ গিনির ইনিংস।


 





 


জবাবে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন ইনিংসের দ্বিতীয় বলেই খাতা খোলার আগে আউট হন। রাচিন রবীন্দ্রও ধিমে তালে ১১ বলে ছয় রান করেন। তবে ডেভন কনওয়ের পরিপক্ক ৩৫ রানের ইনিংস কিউয়িদের জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয়। শেষমেশ কেন উইলিয়ামসন ১৮ ও ড্যারেল মিচেল অপরাজিত ১৯ রানের ইনিংসে নিউজ়িল্যান্ডের জয় সুনিশ্চিত করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: পুরানের ঝোড়ো ইনিংস, যুবরাজের রেকর্ডে ভাগ, নজির গড়ে আফগানদের বিরুদ্ধে জয় ওয়েস্ট ইন্ডিজ়ের