পোর্ট অফ স্পেন: ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের (India vs West Indies 2nd Test) চতুর্থ দিনের প্রথম ঘণ্টাতেই ওয়েস্ট ইন্ডিজ় অল আউট হয়ে যায়। তবে ভারতের জয়ের জন্য প্রধান অন্তরায় হয়ে দাঁড়ান বরুণদেব। বৃষ্টির জন্য একাধিকবার চতুর্থ দিনের খেলা ব্যাহত হয়। তবে জয়ের জন্য বদ্ধপরিকর টিম ইন্ডিয়া ব্যাটে নেমেই দ্রুত গতিতে রান করতে থাকে। এই দ্রুত রান করার সুবাদেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল টিম ইন্ডিয়া (Team India)।
ভারতীয় দল ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান করে। এটি টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের দ্রুততম রান রেট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলেন। অজিরা ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান প্রতি ওভার গড়ে ২৪১/২ রান তুলেছিল। রবিবাসরীয় সন্ধ্যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ডই ভাঙল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া একমাত্র ইংল্যান্ডের দখলেই এক টেস্ট ইনিংসে প্রতি ওভার সাতের অধিক গড়ে রান তোলার কৃতিত্ব রয়েছে।
২০১১ সালের পর থেকে কোন দল হিসাবে টেস্টে সবথেকে কম বল খেলে শতরানের গণ্ডি পার করার রেকর্ডও এদিন নিজেদের নামে করে ভারতীয় দল। প্রসঙ্গত, দলগত রেকর্ডের পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডও গড়ে ফেলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। টানা খারাপ ছন্দ কাটিয়ে ফের ছন্দে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের চেনা মেজাজে কথা বলতে শুরু করেছে 'হিটম্যানে'র ব্যাট। আর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অর্ধশতরান হাঁকানোর পাশাপাশি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় টেস্ট অধিনায়ক। টেস্ট ক্রিকেটে যে অনন্য কীর্তি অন্য কোনও ব্যাটারের নেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টানা ৩০ ইনিংসে দুই অঙ্কের রানে পৌঁছনোর নজির গড়েছেন রোহিত শর্মা।
শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার মাহেলা জয়বর্ধনের (Mahela Jayawardene) ঝুলিতে রয়েছে টেস্ট ক্রিকেটে টানা ২৯ ইনিংসে দুই অঙ্কের স্কোরে পৌঁছনোর নজির। এতদিন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনও ব্যাটারের ধারাবাহিকতার নজিরের ভিত্তিতে যা ছিল রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যা ভেঙে দিয়ে নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করেছেন রোহিত। ক্যারিবিয়ান বোলিংয়ে কার্যত তুলোধোনা করে ওয়ান ডে ক্রিকেটের মেজাজে ৪৪ বলে ৫ টি চার ও ৩ টি ছক্কার সাহায্যে ৫৭ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওআরএস খাচ্ছেন যখন-তখন? ঠিক করছেন তো?