রাঁচি: অনেকেই তাঁকে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মনে করেন। তাঁর গোটা দেশজুড়ে জনপ্রিয়তার প্রমাণ এ বারের আইপিএলেই পাওয়া গিয়েছে। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। আইপিএলে তিনি যে মাঠেই গিয়েছেন, সেখানেই চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হলুদ ঝড় দেখা গিয়েছে, তা কলকাতা হোক বা রাজস্থান। যখনই তিনি মাঠে নেমেছেন তখনই দর্শকদের মধ্যে উন্মাদনা, উদ্দীপনার পরিমাণ ছিল চোখের দেখার মতো।


ধোনির ভাইরাল লুক 


ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় না হলেও, তিনি যাই করেন, তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়। সম্প্রতি আবারও ধোনির জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল। সম্প্রতি এক ধোনি অনুরাগী, সুবোধ কুমার কুশওয়াহা তাঁর প্রিয় ক্রিকেটারের সঙ্গে দু'টি ছবি শেয়ার করেন। রাঁচিতেই তোলা ওই দুই ছবিতে ধোনিকে ধূসর দাড়ির লুকে পোজ দিতে দেখা গেল। সেই ছবিটি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সুবোধ লেখেন, 'মাহি ভাই এবং তাঁর বন্ধুদের সঙ্গে তোলা একটি সাম্প্রতিক ছবি।'


ধোনির এই ছবি দুইটি সোশ্যাল মিডিয়ায় আপলোজ হওয়ার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়েছে। ধোনির পরনে একটি রঙিন নাইট স্যুট ছিল। ধোনির এই ধূসর দাড়ির লুক কিন্তু এই প্রথম নয়, এর আগেও বেশ ভাইরাল হয়েছিল। এ বারের আইপিএলের শুরুর দিকেই তিনি ধূসর রঙের দাড়ি রেখেছিলেন। তবে টুর্নামেন্ট গড়ালে তিনি সেই দাড়ি কেটে দেন। তবে আপাতত আইপিএল নেই। শহরের জাঁকজমক থেকে দূরে, রাঁচিতে নিজের খামার বাড়িতেই  সময় কাটাচ্ছেন ধোনি। সম্ভবত সেখানেই এই ছবিটি তোলা।  


 






বিশ্বকাপে খেলবেন পন্থ?


গত বছরের শেষের ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর ঋষভ পন্থ (Rishbah Pant) সুস্থ হয়ে উঠছেন। প্রাথমিকভাবেই মনে করা হয়েছিল তিনি কোনওভাবেই চলতি বছরের শেষের দিকে দেশে আয়োজিত হওয়া ৫০ ওভারের বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশ নিতে পারবেন না। তবে পন্থের দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর এত দ্রুত সুস্থতাই বিসিসিআইকে (BCCI) আশার আলো দেখাচ্ছে।


সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পন্থ একটি ভিডিও শেয়ার করেন যা আসলে দু'টি ভিন্ন সময়ে তোলা ভিডিওর সম্বন্বয়। উভয় ভিডিওতেই সিঁড়ি ভেঙে পন্থকে ওপরে উঠতে দেখা যাচ্ছে। প্রথমটিতে পন্থ বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না তিনি। কয়েক ধাপ করে উঠছেন, আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।


তবে ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ। খবর অনুযায়ী, বিসিসিআই পন্থকে দ্রুত সেরে উঠতে দেখে উচ্ছ্বসিত। বিশ্বকাপের কথা মাথায় রেখেই তাই ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের রিহ্যাব প্রক্রিয়ার গতি বাড়িয়ে তাঁকে দ্রুত ম্য়াচ ফিট করে তুলতে আগ্রহী।


আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?