রাঁচি: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বহুদিন। আইপিএল ছাড়া আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তাতে যে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, তা এ বারের আইপিএলের সময়ই দেখা গিয়েছিল। কলকাতা থেকে জয়পুর, পাঞ্জাব থেকে চেন্নাই, যেখানেই খেলতে নেমেছেন তিনি, সেখানকারই গ্যালারি ধোনি ধোনি রবে মুখরপিক হয়েছে।


অবশ্য এত জনপ্রিয়তা, তাঁকে ঘিরে এত উন্মাদনা সত্ত্বেও ধোনি ব্যক্তিগতভাবে কিন্তু শান্তশিষ্ট জীবন যাপনই পছন্দ করেন। নিজের খামার বাড়িতে ভিড় ভাট্টার আড়ালে সময় কাটানো পছন্দ করেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেখানেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো পছন্দ করেন মাহি। বিস্তীর্ণ খামার বাড়িতে না না পোষ্যও রয়েছে তাঁর। এবার সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে ধোনিকে ঘোড়াদের আদর করতে এবং তাদের খাবার খাওয়াতে দেখা গেল। অবশ্য ভিডিওটি তাঁর খামার বাড়ির না অন্যত্র তোলা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


 






ভারতীয় অধিনায়কের এক ফ্যান পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়। মাটির মানুষ ধোনির কর্মকাণ্ড দেখে কিন্তু তাঁর অনুরাগীরা কিন্তু তাঁকে প্রশংসায় ভরিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে ভিডিওটি। এতে অবশ্য চমকে যাওয়ার তেমন কিছুই নেই। ধোনি যাই করেন, তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তাঁর জনপ্রিয়তা এতটাই। কিন্তু তা সত্ত্বেও ধোনি নিজে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একেবারেই অ্যাক্টিভ নন। তাঁকে কার্যত সোশ্যাল মিডিয়ায় দেখাই যায় না।


সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হকের মতো বহু প্রাক্তন ক্রিকেটারের বর্তমানে ইউটিউব চ্যানেল রয়েছে। ধোনি কেন সেই পথে হাঁটেননি? মাহিকে এই প্রশ্ন করা হলে তিনি জানান যে কালেভাদ্রে এক আধবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করায় তাঁর পক্ষে ইউটিউব চ্যানেল চালানো সম্ভব নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি বলেন, 'এই কিছুক্ষণ আগেই এই নিয়ে আমি কথা বলছিলাম। অনেকে আমায় এই বিষয়ে প্রশ্নও করে থাকেন। মেরে সে না হো পায়েগা (আমার দ্বারা হবে না), কারণ গোটা বিষয়টা খুবই কঠিন। আমি ক্যামেরা ভীতু নই, তবে গোটা বিষয়টা আমার জন্য সহজ নয়।' ধোনি আরও যোগ করেন তিনি সোশ্যাল মিডিয়ায় কিছু বলা বা করার থেকে সামনা সামনি কথা বলতে বেশি পছন্দ করেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: গুরুর জন্মদিনে আবেগঘন সচিন, সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন ছোটবেলার ছবি