নয়াদিল্লি: পাকিস্তানের বিরুদ্ধে (AUS vs PAK) ১৪ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামছে অস্ট্রেলিয়ান দল (Australian Cricket Team)। এই সিরিজ়ই সম্ভবত টেস্ট ক্রিকেটে ডেভিড ওয়ার্নারের (David Warner) বিদায়ী সিরিজ় হতে চলেছে। সেই সিরিজ় শুরুর আগেই অতীত মনে করিয়ে দিয়ে প্রাক্তন সতীর্থের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করলেন মিচেল জনসন (Mitchell Johnson)।


জানুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম টেস্টের জন্য অজ়ি দলে সুযোগও পেয়েছেন ওয়ার্নার। তবে সেই সিরিজ় শুরুর আগেই বিশ্বজয়ী প্রাক্তন সতীর্থকে বেনজির আক্রমণ জনসনের। কুখ্যাত 'স্যান্ডপেপারগেট'-র স্মৃতি উস্কে জনসন নিজের কলামে লেখেন, 'আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী সিরিজ়ের জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু আদৌ কেন এমনটা করছি কেউ বলতে পারবে আমায়? একজন ওপেনার যে টেস্টে রান পাচ্ছে না, সে নিজের ইচ্ছামতো বিদায় জানানোর সুযোগ কী করে পাচ্ছে। আর কোন যুক্তিতেই বা অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবথেকে কলঙ্কিত অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র নায়কের মতো বিদায় পাওয়ার অধিকারী?'


জনসন দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃত করার ঘটনা টেনে আরও দাবি করেন, 'স্যান্ডপেপার গেটে যদিও ওয়ার্নার একা ছিল না। তবে ওই সময় ও দলের একজন সিনিয়ার সদস্য ছিল যে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালবাসে। যে ভাবে ও বিদায় নিচ্ছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জাজনক। সমর্থকরা ওর জন্য কী আনবে? দোকানো তো স্যান্ডপেপার সব শেষ হয়ে যাবে।'


মিচেল জনসন শুধু ওয়ার্নার নন, অজ়ি দলের অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককেও সমালোচনায় বিদ্ধ করেছেন। বছর দু'য়েক আগে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ে প্যাট কামিন্সের ভূমিকা নিয়েও তাঁকে তীব্রভাবে আক্রমণ করেছিলেন জনসন। তারপর থেকে অজ়ি তারকা বোলারদ্বয়ের সঙ্গে জনসনের সম্পর্ক একেবারেই মধুর নয়। এবার আরেক প্রাক্তন সতীর্থকে কড়া ভাষায় আক্রমণ করলেন জনসন। 


এই অস্ট্রেলিয়ান সফরে বিমান থেকে নেমেই বিপাকে পড়েন বাবর আজ়মরা। তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে চরম দুরবস্থার শিকার হল পাকিস্তান ক্রিকেট দল। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দলকে স্বাগত জানাতে সিডনির বিমানবন্দরে না ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনও কর্মকর্তা উপস্থিত ছিলেন, না কোনও পাকিস্তান দূতাবাসের কর্মী ছিলেন সেখানে। আধিকারিকদের অনুপস্থিতিতে পাকিস্তানি ক্রিকেটাররা নিজেরাই নিজেদের মালপত্র কাঁধে তুলে নিয়ে ট্রাকে লোড করেন।


আরও পড়ুন: কেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন, কারণ জানালেন ধোনি