রাঁচি: সোশ্যাল মিডিয়ায় তিনি খুব একটা অ্যাক্টিভ নন। আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বেশ কিছু বছর আগেই অবসর নিয়েছেন। তবে তাতে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। তিনি মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)।


প্রাক্তন ভারতীয় অধিনায়ককে বর্তমানে আইপিএল ছাড়া আর কোথাও তেমন দেখাই যায় না। ব্যক্তিগত জীবনে প্রচারের আলো থেকে দূরেই থাকা পছন্দ করেন তিনি। তাই তাঁর ভক্তরা ধোনির সচরাচর সাক্ষাৎ পান। এই কারণেই আরও বেশি করে জনসমক্ষে তাঁ কোনও ভিডিও বা ছবি আসলে, তা আরও বেশি করে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি ফের একাৃবার ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে ধোনিকে একটি বাইক চালাতে দেখা যায়। এক ধোনি অনুরাগী বাইকে বসা ধোনির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।


সেই ভিডিওতে হেলমেট পরা ধোনিকে বাইক চালিয়ে এক বড় গেটের মধ্যে ঢুকতে দেখা যায়। অনুমান করা যায় নিজের বাড়িতেই ঢোকেন তিনি। প্রসঙ্গত, ধোনির বাইকপ্রীতি নতুন কিছু নয়। তাঁর বাড়িতে প্রচুর নামী দামি কোম্পানির গাড়ি, বাইক রয়েছে। তাঁর বাইকের সম্ভার দেখে চমকে গিয়েছিলেন প্রাক্তন ভারতীয় বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদও। জুলাই মাসে সুনীল জোশি এবং প্রসাদ ধোনির ফার্ম হাউসে গিয়েছিলেন। সেখানে গিয়েই অবাক হয়ে যান প্রসাদ।  


 






ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইক ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করেন প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ। ধোনির সঙ্গে দুই জনে ছবিও তোলেন। নিজের ভিডিও পোস্টের ক্যাপশনে বেঙ্কটেশ লেখেন, 'আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ সংগ্রহ ওর গাড়ির। আর মানুষটাও দুর্দান্ত। প্রচুর কিছু অর্জন করেছে ধোনি। মানুষ হিসেবেও দারুণ। রাঁচিতে ওর বাড়িতে গাড়ি ও বাইকের সংগ্রহ দেখলাম। মানুষটার প্য়াশন আছে।' এটাই ধোনির বাইকপ্রীতি বড় প্রমাণ। তাই তাঁকে বাইকআরোহী হিসাবে দেখে কেউই বেশি অবাক হবেন না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: দেশবাসীকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন কোহলি, সচিনরা