নয়াদিল্লি: আজ ১৫ অগাস্ট, ভারতের স্বাধীনতা দিবস (Independence Day 2023)। ৭৭তম স্বাধীনতা দিবস ঘিরে গোটা দেশ জুড়েই উৎসবের আমেজ। ইতিমধ্যেই লালকেল্লা থেকে প্রতি বছরের মতো দেশবাসীর উদ্দেশে নিজের বক্তব্য পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেড রোড থেকে বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি (Virat Kohli), গৌতম গম্ভীর (Gautam Gambhir), সচিন তেন্ডুলকররাও (Sachin Tendulkar) ।


বিরাট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, 'সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।' আবেগঘন গৌতম গম্ভীর নিজের স্ত্রী, সন্তানদের সঙ্গে নিয়ে ভারতের পতাকা হাতে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ক্যাপশনে গম্ভীর লেখেন, 'ভালবাস কি না জানি না। তবে তোমার প্রতি যেটা আছে, সেটা আর অন্য কারুর প্রতি নেই।' শুভেচ্ছা জানানো হয় ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের তরফেও।


 



 



 


'লিটল মাস্টার' সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমি আমার ভারতকে ভালবাসি। সকল ভারতবাসীকে আমার তরফে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। গোটা বিশ্বজুড়ে সকল ভারতবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।' সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) তেরঙ্গা হাতে নিজের একটি ছবি পোস্ট করেন। তিনি ক্যাপশনে লেখেন, 'বাকি সব দেশের থেকে পৃথক যে দেশ, যে সম্মানের কোনও তুলনা হয় না। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের দেশ যেন এভাবেই উন্নতি করতে থাকে এবং আমরা যেন এভাবেই দেশের গৌরবে নিজেদের অবদান রাখতে পারি।' 


 






 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: সকলকে চমকে দিয়ে আচমকাই অবসর ঘোষণা করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা