সিডনি: অ্যাশেজের শেষ টেস্ট খেলার সময় চোট পেয়েছিলেন। এরপরও ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup 2023) জন্য অস্ট্রেলিয়ার যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তাতে প্যাট কামিন্সকেই (Pat Cummins) অধিনায়ক হিসেবে রাখা হয়েছিল। কবজিতে চোট পেয়ছিলেন অজি অধিনায়ক। তবে তিনি জানিয়েছেন যে ক্রমেই ফিট হয়ে উঠছেন তিনি। আর ভারত সফরে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপের জন্য প্রস্তত কামিন্স। অজি অধিনায়ক বলেন, ''প্রথমে চোট কতটা গুরুতর তা বুঝতে পারিনি। ব্যাটিংয়ের সময় বেশি যন্ত্রণা হচ্ছিল। খেলা যত এগিয়েছে তত চোট খারাপ জায়গায় পৌঁছয়। প্রথমে ভেবেছিলাম পেশীতে চোট, কিন্তু পরে বুঝতে পারি হাড়েই লেগেছে।''


ভারত সফরের আগে, এই মাসেই দক্ষিণ আফ্রিকা রওনা হচ্ছে অজি শিবির। আগামী ৩০ আগস্ট থেকে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলা শুরু হবে। এরপর পাঁচ ম্যাচে ওয়ান ডে সিরিজও রয়েছেন। কামিন্স আদৌ প্রোটিয়া সফরে যাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে কামিন্স জানিয়েছেন যে তিনি দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে যাবেন। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় ৭ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে ৫টি ওডিআই খেলবে। এরপর ভারত সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে। 


আয়ারল্যান্ড সিরিজে ফিরলেন বুমরা


ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এরপরই এদিন আয়ারল্যান্ড সফরে খেলতে ডাবলিন উড়ে গেল ভারতীয় দল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই সিরিজে একজনের জন্যই আরও বেশি করে নজর রাখবেন। তিনি যশপ্রীত বুমরা। দীর্ঘ সময় ধরে তিনি পিঠের চোটে ভুগছিলেন। গত বছরের অস্ট্রেলিয়া সিরিজের পর থেকে আর কোনও ম্যাচই খেলেননি তিনি। পিঠের চোটে ভুগছিলেন তিনি। চোট থেকে রেহাই পেতে অস্ত্রোপ্রচারও করাতে হয় তাঁকে। তারপর দীর্ঘদিনের রিহ্যাব প্রক্রিয়া। সেই রিহ্যাব সম্পূর্ণ করে অবশেষে এই আয়ারল্যান্ড সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বুমরা। 


আর মাস দু'য়কে পরেই ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। বিশ্বকাপে ভারতীয় দলকে ভাল পারফর্ম করতে হলে বুমরার ছন্দে থাকাটা ভীষণই প্রয়োজনীয়। তাঁর ম্যাচ ফিটনেসও প্রয়োজনীয়। সেই ফিটনেস পরীক্ষা করার জন্যই আরও বেশি করে আয়ারল্যান্ড সিরিজে নজর রাখবেন সকল ভারতীয় সমর্থক এমনকী নির্বাচকরাও।


বুমরার পাশাপাশি আরেক তারকা ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণও দীর্ঘ সময় পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন। তাঁর দিকেও নজর থাকবে সকলের। আর এই সিরিজে ভারতীয় দলে আইপিএলে নিজের অসামান্য পারফরম্যান্সে সকলের মন জিতে নেওয়া রিঙ্কু সিংহও রয়েছেন। তাঁর সামনে আন্তর্জাতিক অভিষেক ঘটানোর সুযোগ রয়েছে।