কটক: ভারতীয় দলে ফিরেই তিনি ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ জয়ের নায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) । গত বছর নাতাশা স্ট্যাঙ্কোভিচকে ডিভোর্স দেওয়ার পর হার্দিক পাণ্ড্যকে সম্প্রতি মাহিকা শর্মার সঙ্গে দেখা যাচ্ছে । হার্দিক এবং মাহিকা, দুজনেই একসঙ্গে ঘোরাঘুরি এবং সময় কাটানোর ছবি শেয়ার করছেন । হার্দিক মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৯ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ।
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০ ম্যাচের পর একটি ভিডিও শেয়ার করেছেন । এতে হার্দিককে বলতে শোনা যাচ্ছে যে, যখন থেকে মাহিকা তাঁর জীবনে এসেছেন, তখন থেকে তাঁর জীবনে অনেক কিছুই ভাল হয়েছে । এই বিষয়ে মাহিকা শর্মার মন্তব্য হৃদয় জিতে নিয়েছে ।
তোমার মতো কেউ নেই...
হার্দিক পাণ্ড্যর করা পোস্টে তাঁর বান্ধবী মাহিকা শর্মা মন্তব্য করেছেন, "তোমার মতো কেউ নেই আমার রাজা ।" এখনও পর্যন্ত দুজনে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে এভাবে মন্তব্য করা, মাহিকার সমর্থনে এসে হার্দিকের পাপারাজ্জিদের উপর রেগে যাওয়া থেকে জোরাল ইঙ্গিত যে, দুজনই সম্পর্কে রয়েছেন ।
মাহিকার জন্য পাপারাজ্জিদের উপর রেগে গেলেন
হার্দিক পাণ্ড্য সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন, যেখানে তিনি পাপারাজ্জিদের উপর রেগে গিয়েছিলেন । তাঁর এই রাগের কারণ ছিল, একজন ক্যামেরাম্যান মাহিকা শর্মার রেস্তোরাঁ থেকে বার হওয়ার সময় ভুল অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছিলেন । হার্দিকের বক্তব্য ছিল যে মহিলারা সম্মানের যোগ্য এবং এই ধরনের আচরণ কোনও মহিলার সঙ্গে করা উচিত নয় ।
কটকে প্রথম টি-২০ ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানের ব্যবধানে হারিয়েছে । সেই ম্যাচে হার্দিক পাণ্ড্য ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ১৭৫ রান পর্যন্ত পৌঁছে দেন । জবাবে দক্ষিণ আফ্রিকার দল ৭৪ রানে গুটিয়ে যায় । বোলিংয়েও হার্দিক একটি উইকেট নিয়েছিলেন ।