সিডনি: তিনি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য। ২০২৩ সালে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতকে হতাশা উপহার দিয়ে ওয়ান ডে বিশ্বকাপ ঘরে তুলেছিল অস্ট্রেলিয়া। সেই দলের অন্যতম সদস্য ছিলেন। এবার ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেন।
ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। বৃহস্পতিবার ভারতীয় সময় সকালেই আচমকা অবসর ঘোষণা করেন স্টোইনিস। অস্ট্রেলিয়ার হয়ে ৭৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি। তবে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানালেও টি-২০ খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন স্টোইনিস ।
১০ বছরের ওয়ান ডে কেরিয়ার। ২০১৫ সালে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে হয়েছিল ওয়ান ডে অভিষেক। সেই সফরেই অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ অভিষেকও হয়।
যদিও অস্ট্রেলিয়ার হয়ে পরের ওয়ান ডে ম্যাচ খেলার জন্য এক বছর অপেক্ষা করতে হয়েছিল স্টোইনিসকে। ইডেন পার্কে সেই ম্যাচে ব্যাটে বলে জ্বলে উঠেছিলেন তিনি। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ১৪৬ রান করার পাশাপাশি ৩টি উইকেটও নেন।
২০১৮-১৯ সালে তিনি দেশের সেরা ক্রিকেটার হয়েছিলেন। তবে এখন তিনি টি-২০ ক্রিকেটে আরও বেশি করে মনোযোগ দিতে চান।
স্টোইনিস বলেছেন, 'অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে ক্রিকেট খেলা আমার কাছে অবিশ্বাস্য এক সফর। সবুজ-হলুদ জার্সিতে কাটানো প্রত্যেকটা মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি ধন্য।'
তিনি আরও বলেছেন, 'সিদ্ধান্ত নেওয়ার কাজ সহজ ছিল না। তবে আমি বিশ্বাস করি যে, এটিই আমার জন্য সঠিক সময় ওয়ান ডে থেকে সরে দাঁড়ানোর জন্য। আমার কেরিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোনিবেশ করতে চাই। আমাদের কোচ রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার দুর্দান্ত সম্পর্ক। যেভাবে আমাকে সমর্থন করেছে, আমি মন থেকে ওর প্রশংসা করেছি।'
অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতার পর অবশ্য আর মাত্র ১টি ওয়ান ডে-তে সুযোগ পেয়েছেন স্টোইনিস। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যামেরন গ্রিনের অনুপস্থিতিতে তিনি অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে পারতেন। স্টোইনিস বলেছেন, 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি পাকিস্তানে দলের সমর্থনে গলা ফাটাব।'
আরও পড়ুন: ভারতের বিশ্বজয়ের নেপথ্যে বাঙালি কোচ, কীভাবে তৈরি হয়েছিল মুকুটরক্ষার নকশা?