মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) ২০১১ বিশ্বকাপের (World Cup 2011) ফাইনালে নুয়ান কুলশেখরার বলে মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) ছক্কা হাঁকিয়ে ভারতকে কাপ জেতানোর ঘটনা, আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। এবার সেই ছক্কাকে চিরস্মরণীয় করে রাখার জন্য অভিনব উদ্যোগ নিল মুম্বই ক্রিকেট সংস্থা।


বিশ্বজয়ের স্মৃতির উদ্দেশে


মুম্বই ক্রিকেট সংস্থার(MCA)  সভাপতি অমল কালে জানান ২০১১ সালের বিশ্বজয়কে স্মরণীয় করে রাখতে ওয়াংখেড়েতে একটি মেমোরিয়াল তৈরি করা হবে। ধোনির ছক্কাটি স্ট্যান্ডে যেখানে গিয়ে পড়েছিল, ঠিক সেই জায়গাটিকেই মেমোরিয়াল তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে। মুম্বই ক্রিকেট সংস্থার প্রধান এই বিষয়ে জানান, 'ভারতের ২০১১ বিশ্বকাপ জয়কে চিরস্মরণীয় করে রাখতে এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের তরফে আজ ওয়াংখেড়ে একটি ছোট্ট মেমোরিয়াল গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির ঐতিহাসিক ছক্কাটি ঠিক যেখানে পড়েছিল, সেখানেই তৈরি হবে মেমোরিয়ালটি।'


এমসিএ প্রধানের তরফে আরও জানানো হয় যে ধোনিকেই এই মেমেোরিয়ালের উদ্বোধন করার জন্য অনুরোধ জানান হবে। তিনি ৮ এপ্রিল আইপিএলে যখন চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে মুম্বইয়ে আসবেন, তখনই অনুশীলনের ফাঁকে ধোনি এই মেমোরিয়ালের উদ্বোধন করবেন বলেই আশা করা হচ্ছে। যদিও নিশ্চিতভাবে এই বিষয় কিছুই জানানো হয়নি। সবটাই ধোনির ইচ্ছার ওপর নির্ভরশীল। ধোনিকে এমসিএ-র তরফে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানানো হয়। 


বিশ্বকাপের লোগো


২ এপ্রিল ভারতের দ্বিতীয় ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্ণ হল। আর এই দিনেই আসন্ন ২০২৩ বিশ্বকাপের (ICC WC 2023) লোগো প্রকাশ্যে আনল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। ২০১১ সালে ভারতসহ শ্রীলঙ্কা ও বাংলাদেশেও বিশ্বকাপের আসর বসেছিল। এবার আবারও ভারতে বসবে বিশ্বকাপের আসর। তবে এবার এককভাবে  ভারতই বিশ্বকাপের আয়োজন করবে। সেই কথা মাথায় রেখেই সম্ভবত ২ এপ্রিলকেই আসন্ন বিশ্বকাপের লোগো প্রকাশ করার জন্য সেরা দিন হিসাবে আইসিসির তরফে বেছে নেওয়া হয়।


বিশ্বকাপ লোগোআসন্ন বিশ্বকাপের নতুন এই লোগোরটির নাম 'নবরস' রাখা হয়েছে, যার মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ম্যাচ দেখার সময় নয় ধরনের অনুভূতিকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন রং ও প্রতীকী চিহ্নের মাধ্য়মে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সময়ে অনুরাগীদের বিভিন্ন অনুভূতি তুলে ধরা হয়েছে এই লোগোতে। এই অনুভূতিগুলি হল- আনন্দ, শক্তি, হতাশা, সম্মান, গৌরব, সাহসিকতা, প্যাশন, সাফল্য ও চিন্তা।


আরও পড়ুন: গাড়ি দুর্ঘটনার পর অবশেষে মাঠে ফিরছেন ঋষভ পন্থ