নয়াদিল্লি: রবিবারটা মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজ়ির জন্য একেবারেই ভালভাবে কাটল। একই দিনে MI ফ্র্যাঞ্চাইজ়ির দুই দল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তে, ভিন্ন মহাদেশে মাঠে নেমেছিল। দুর্ভাগ্যবশত দুই দলই একই রাতে পরাজিত হল। কেপ টাউনে পার্ল রয়্যালসের বিরুদ্ধে লজ্জার হার হজম করল এমআই কেপ টাউন। আর দুবাইয়ে এমআই এমিরেটস ফাইনালে হারল ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে।

Continues below advertisement

ILT20-র ফাইনালে কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন এমিরেটস দল ফাইনালে প্রথমে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ফজলহক ফারুখি ভাইপার্সের দুই ওপেনার ফখর জামান এবং জেসন রয়কে একই ওভারে যথাক্রমে ২০ ও ১১ রানে সাজঘরে ফেরান। এই সময়ে MI-র সমর্থকরা বেশ খুশিই হয়েছিল। কিন্তু ভাইপার্সের হয় ম্যাচ ঘোরান দলের অধিনায়ক স্যাম কারান এবং ম্যাক্স হোল্ডেন। দুইজনে তৃতীয় উইকেটে ৮৯ রান যোগ করেন। হোল্ডেন ৪১ রানে আউট হলেও কারান শেষ পর্যন্ত টিকে থাকেন।

অধিনায়ক কারান দুরন্ত অর্ধশতরান হাঁকান। তাঁকে সঙ্গ দেন স্বদেশীয় ড্যান লরেন্স। কারান ৫১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। লরেন্স ২৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৮২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিরন্ত ব্যবধানে উইকেট হারাতে থাকে এমিরেটস। মহম্মদ ওয়াসিম (২৬), কায়রন পোলার্ড (২৮), শাকিব আল হাসানরা (৩৬) চেষ্টা করলেও, তা জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না। জয়ের থেকে অনেক দূরে মাত্র ১৩৬ রানেই অল আউট হয়ে যায় এমিরেটস। একাধিকবার ফাইনালে পরাজিত হওয়ার পর অবশেষে খেতাব জেতে ভাইপার্স।

Continues below advertisement

 

অপরদিকে, কেপ টাউন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৮৮ রানে অল আউট হয়ে যায়। সিকন্দর রাজা কেপ টাউনের মিডল অর্ডারে ধস নামান। রিজ়া হেন্ডরিক্সই কেপ টাউনের হয়ে সর্বাধিক ১৮ রান করেন। ৮৯ রানের পুঁজি কাগিসো রাবাডা, রশিদ খান, ট্রেন্ট বোল্টদের নিয়ে তৈরি কেপ টাউনের বিশ্বমানের বোলিংয়ের জন্যও যথেষ্ট ছিল না। ১৩ ওভারেই সাত উইকেট বাকি রেখে ম্যাচ জিতে নেয় রয়্যালসরা।