নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হতে চলেছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। বিশ্বকাপেও তিনিই দলকে নেতৃত্ব দেবেন। অন্তত অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডোর (Andrew McDonald) কথায় এমনই পূর্বাভাস মিলছে। তবে সব ফর্ম্যাট নয়। কেবল টি-টোয়েন্টি ফর্ম্যাটেই অজ়ি দলকে নেতৃত্ব দিতে পারেন ৩২ বছর বয়সি অলরাউন্ডার। বাকি দুই ফর্ম্যাটে কিন্তু প্যাট কামিন্সের কাঁধেই নেতৃত্বের দায়িত্ব থাকছে।


অ্যারন ফিঞ্চের অবসর গ্রহণের পর থেকে বেসরকারিভাবে মিচেল মার্শই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। অস্ট্রেলিয়ান কোচ জানান ম্যানেটমেন্ট তাঁর নেতৃত্বে খুশি এবং তাঁর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cuo 2024) অধিনায়ক হিসাবে আস্থা রাখতেও আগ্রহী। তিনি বলেন, 'যতদূর যা দেখছি সবকিছুই মিচেল মার্শের দিকেই ইশারা করেছে। ও যেভাবে টি-টোয়েন্টি দলকে সামলাচ্ছে তাতে আমরা খুশি এবং সন্তুষ্ট। আমাদের মতে ও বিশ্বকাপের নেতা এবং খালি কয়েকটা নিয়মকানুন পালন বাকি এই যা।'


খবর অনুযায়ী, ম্যাকডোনাল্ড শীঘ্রই নির্বাচক জর্জ বেইলি এবং টনি ডডেমাইডের সঙ্গে এক বৈঠকে বসতে চলেছেন। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের না না বিষয়েই আলোচনা করা হবে। ম্যাকডোনাল্ড সেখানেই অজ়ি অধিনায়ক হিসাবে মার্শের নাম প্রস্তাব করতে পারেন।


মার্শ কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে নিজের টি-টোয়েন্টি অভিষেক ঘটিয়েছিলেন তিনি। তারকা অলরাউন্ডার এরপর ইতিমধ্যেই দলের হয়ে ৫৪টি ম্যাচ খেলে ফেলেছেন। ১৩৫.৩৫ স্ট্রাইক রেটে তিনি ১৪৩২ রান করেছেন। বল হাতে ৭.৭৪ রান প্রতি ওভারে ১৭টি উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী টি-টোয়েন্টি দলের সদস্যও ছিলেন তিনি। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও ওঠে তাঁর হাতেই।


সব ঠিকঠাক থাকলে এবার তাঁর নেতৃত্বেই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নয়টি শহরে আয়োজিত বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া। ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে। খেলা হবে মোট ৫৫টি ম্যাচ, যা এর আগে আর কোনও আইসিসি ইভেন্টে হয়নি। ৬ জুন বার্বাডোজে ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: ক্যারি, কামিন্সের অনবদ্য লড়াই, কিউয়িদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া