পুণে: হতাশাজনক বিশ্বকাপ (ODI World Cup 2023) অভিযান পরাজয় দিয়েই শেষ করল বাংলাদেশ। শাকিবহীন বাংলাদেশ দল পুণেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (AUS vs BAN) ৩০৬ রান বোর্ডে তুলেছিল। আশা ছিল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে মিচেল মার্শের (Mitchell Marsh) ঝড়ে কার্যত উড়ে গেলেন বাংলাদেশি বোলাররা। ১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংস খেলেন মার্শ। দুই অজ়ি মহাতারকা ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথও অর্ধশতরান হাঁকালেন। ফলত ৩২ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ১৭৫ রানের পার্টনারশিপে অস্ট্রেলিয়ার জয় সুনিশ্চিত করলেন মার্শ-স্মিথ।
বল হাতে তাসকিন আমেদ কিন্তু শুরুটা বাংলাদেশের হয়ে মন্দ করেননি। ট্র্যাভিস হেডকে মাত্র ১০ রানে ফেরান তাসকিন। ১২ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবে মিচেল মার্শ এবং ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে দুইজনে ১২২ রানের পার্টনারশিপ গড়েন। মাত্র ১৫ ওভারেই শতরানের গণ্ডি পার করে ফেলে অস্ট্রেলিয়া। হাফসেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। তবে অর্ধশতরানের পর বেশিদূর এগোতে পারেননি তিনি। মুস্তাফিজুর রহমানের বলে ৫৩ রানে আউট হন তিনি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচে ফেরার একটা আশা তৈরি হয়েছিল বটে। তবে অভিজ্ঞ ব্যাটার স্মিথ এবং ফর্মে থাকা মার্শ সেই আশার বাতি নিভিয়ে দেন। ৩১.৪ ওভারে অস্ট্রেলিয়া ২০০ রানের গণ্ডি পার করে। দেখতে দেখতেই জয় সুনিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া। মার্শ চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান হাঁকান। ১৭টি চার ও নয়টি ছক্কা মারেন তিনি। স্টিভ স্মিথ ৬৩ রানে অপরাজিত থাকেন।
এই জয় মিলিয়ে নয় ম্যাচে মোট ১৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব শেষ করল তিন নম্বরে। নেট রান রেটে দক্ষিণ আফ্রিকার থেকে পিছিয়ে থাকায় তাদের তিনে শেষ করতে হল। কেবল ভারত এবং প্রোটিয়াদের বিরুদ্ধেই হেরেছেন প্যাট কামিন্সরা। ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ১৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই মাঠে নামবেন প্যাট কামিন্সরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অভিশপ্ত ইডেনে আলো ছড়ালেন স্টোকস, ভরা গ্যালারি ভরিয়ে দিল ভালবাসায়