মুম্বই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছর। মহিলাদের ক্রিকেটে ব্যাটারদের একাধিক রেকর্ড ঝুলিতে পুরেছেন। তবে এবার ফের মাঠে নামতে চলেছেন মিতালি রাজ। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ক্যাপ্টেন এবার মহিলাদের আইপিএলে মাঠে নামতে চলেছেন। গুজরাত টাইটান্সের মহিলা আইপিএল দলের জার্সি গায়ে দেখা যাবে মিতালিকে। তবে ক্রিকেটার হিসেবে নয়। দলের মেন্টর হিসেবে দেখা যাবে মিতালিকে। উল্লেখ্য়, আগামী মার্চে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএলের প্রথম মরসুম।
নিজেদের প্রথম বছরেই পুরুষদের আইপিএলে খেতাব জিতে নিয়েছে গুজরাত টাইটান্স। এবার মহিলাদের আইপিএলও দল কিনেছে এই ফ্র্যাঞ্চাইজি। গুজরাত ফ্র্যাঞ্চাইজির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির যোগ দেওয়ার কথা নিশ্চিত করে জানান, ''নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যুক্ত হলে, উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।''
কলকাতার জার্সিতে বাইশ গজে চার-ছক্কার ফুলঝুরি ছোটাচ্ছেন শিলিগুড়ির রিচা ঘোষ (Richa Ghosh)। কিংবা, ব্যাটে-বলে দাপট দেখিয়ে কলকাতাকে ম্যাচ জেতাচ্ছেন বাংলার ক্রিকেটার দীপ্তি শর্মা (Deepti Sharma)। মহিলাদের আইপিএলে (WIPL) এরকম ছবি দেখা যাবে না।
মহিলাদের আইপিএলে থাকছে না কলকাতার কোনও দল। রিচা-দীপ্তিরা হয়তো খেলবেন। কিন্তু কলকাতার দলের হয়ে না। পাঁচটি দলের মালিকানা কারা পেল, বুধবার আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানান হল, পাঁচটি দল হচ্ছে যথাক্রমে আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও লখনউ।
মহিলাদের আইপিএল (Women’s IPL) এবারই প্রথম হবে। পাঁচটি শহরের পাঁচটি দল অংশ নেবে মহিলাদের আইপিএলে। আমদাবাদ, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি এবং লখনউ শহরের দল মহিলাদের আইপিএলে খেললেও কলকাতার কোনও দলই থাকছে না। সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। ১২৮৯ কোটি টাকায় তারা কিনেছে আমদাবাদ দল। ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯১২.৯৯ কোটি টাকার বিনিময়ে কিনেছে মুম্বই দল।
রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড ৯০১ কোটি টাকার বিনিময়ে কিনল ব্যাঙ্গালোর। দিল্লির দল কিনেছে জেএসডব্লিউ জিএমআর ক্রিকেট। ৮১০ কোটি টাকার বিনিময়ে দল কিনেছে তারা। ক্যাপ্রি গ্লোবাল হোল্ডিংস প্রাইভেট লিমিটেড ৭৫৭ কোটি টাকার বিনিময়ে কিনেছে লখনউ দলটি।