কলকাতা: বধূ নির্যাতন মামলায় এই প্রথম আদালতে হাজিরা দিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। আজ আলিপুর পুলিশ কোর্টে (Alipore Police Court) হাজিরা দেনন শামি। আদালতে গিয়ে জামিনের আবেদনও করেন তিনি। 


২০১৮ সালে যাদবপুর থানায় স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan) দায়ের করা এফআইআরের ভিত্তিতে গত মাসের ২১ তারিখ আলিপুর আদালত এক মাসের মধ্যে শামি ও তাঁর দাদা হাসিব আমেদকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেইমতোই এদিন আদালতে হাজির হন শামি। প্রাথমিকভাবে শামি, তাঁর দাদা বাদেও শামা পারভিন, অঞ্জুমান আরা বেগম ও সাবিনা অঞ্জুমের বিরুদ্ধে ৪৯৮ এ, ৩২৩, ৩০৭, ৩৭৬, ৫০৬, ৩২৮ ও ৩৪ - ভারতীয় দণ্ডবিধির মোট সাত ধারায় মামলা রুজু হয়। তবে পরবর্তীতে পুলিশ চার্জশিটে জানায় শামি ও তাঁর দাদা বাদে বাকিদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তারকা ক্রিকেটার ও তাঁর দাদার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়।


শামির আদালতে হাজিরা নিয়ে অবশ্য প্রথমে খানিকটা ধন্দ তৈরি হয়েছিল। এদিন আদালতে হাসিন জাহানের আইনজীবির পক্ষে সওয়াল করা হয়, শুনানি চলাকালীন উপস্থিত থাকতে বলা হলেও, তবু, শামি কেন আসেননি। তখনই তাঁর জবাবে বিচারক বলেন, 'শামি আদালতে হাজিরা দিয়েছেন। ওঁ আমার হেফাজতে আছেন।' শামির জামিনের আবেদনের অর্ডার আপাতত রিজার্ভ রাখা হয়েছে। পরে সব কিছু খতিয়ে দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 


হাসিন জাহানের অভিযোগ দায়ের করার পর দীর্ঘদিন কেটে গিয়েছে। জাতীয় দলের অংশ হওয়ায় এবং সেই সূত্রে প্রতিনিয়ত বিদেশ সফরে যাওয়ায় শামি আদালতে কাছে বাড়তি সময় চেয়েছিলেন। সেইমতোই শামির খ্যাতির কথা ও ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করার কথা মাথায় রেখে তাঁর বিরুদ্ধে কোনও গ্রেফতারি পরোয়ানা জারি করা না হলেও, ৩০ দিনের মধ্যে তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। সেইমতোই এদিন আদালতে পৌঁছে গিয়েছিলেন তিনি।


ভারতের মাটিতে মাস খানেকের মধ্যেই ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। সেই বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে রয়েছেন শামি। বিশ্বকাপের আগে প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ছিটকে দেওয়ার পরিকল্পনা করার পাশাপাশি আইনি লড়াইয়েরও জন্য কিন্তু শামিকে পরিকল্পনা সারতে হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: কুলদীপ নেই কেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটো ওয়ান ডে-তে? কারণ খোলসা করলেন রোহিত