মুম্বই: সালটা ২০০৭। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) আসর। ভারত-ইংল্যান্ড দ্বৈরথ। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল সেই ম্যাচটি। সৌজন্যে যুবরাজ সিংহ। সেই ম্য়াচে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথমবার এক ওভারে ছয় বলে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন বাঁহাতি ভারতীয় ব্যাটার। অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ম্যাচের মাঝে ঝামেলায় জড়িয়েছিলেন। যেই রাগের খেসারত দিতে হয়েছিল তরুণ ইংল্য়ান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্টার অ্যান্ড্রু ফ্লিনটফের খোঁচাই তাঁকে রাগিয়ে তুলেছিল। আর প্রথম টি ২০ বিশ্বকাপের ওই ম্যাচে সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে তাঁর ব্যাটের ঝড়ে। ব্রডের ওভারে যুবরাজ ছয়টি ছয় হাঁকিয়ে ১৪ বলে ৫৮ রান করেন। তাঁর ওই ইনিংসই দুই দলের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দেয়। ভারত ম্যাচ জেতে ১৮ রানে। (Yuvraj Singh Record) 


নিজের সোশ্য়াল মিডিয়ায় (social media) একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ছয়টি বলে প্রত্যেক বলে যেভাবে ছক্কা হাঁকিয়েছিলেন যুবি, তাই ফুটিয়ে তোলা হয়েছে। ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং চতুর্থ বলটি ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। স্যান্ড আর্টের একটি ভিডিও সমাজ মাধ্যমে তুলে ধরেছেন যুবি।


 






ম্যাচের পর স্টুয়ার্ড ব্রডের বাবার সঙ্গে কী কথা হয়েছিল, কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তাও জানিয়েছিলেন যুবরাজ। ব্রড সিনিয়র এসে যুবির সই করা একটা জার্সি চেয়েছিলেন। বলেছিলেন, তাঁর ছেলের কেরিয়ার তো প্রায় শেষ হয়ে গিয়েছে। স্টুয়ার্ট ব্রডের বাবা  ক্রিস ব্রড ছিলেন ম্যাচ রেফারি। যুবি বলেছেন, পরের দিন ক্রিস আমার কাছে এসে বলেন, তুমি তো আমার ছেলের কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছ। এখন তোমার সই করা একটা জার্সি ওকে দাও। তাই আমি আমার জার্সি দিয়েছিলাম। তাতে একটা বার্তাও লিখে দিয়েছিলাম-নিজের বলেও পাঁচ ছক্কা খেয়েছি। তাই আমি জানি এই অনুভূতি। ইংল্যান্ডের ক্রিকেটের ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল। স্টুয়ার্ট এখন বিশ্বের অন্যতম সেরা বোলার। ছয় বলে ছয় ছক্কা খাওয়ার পর কোনও ভারতীয় বোলার এমন দুরন্ত কেরিয়ার গড়তে পারবে বলে আমার মনে হয় না।