নয়াদিল্লি: ফের একবার বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে মহম্মদ শামিকে (Mohammed Shami)। ভারতীয় দলের তারকা ফাস্ট বোলার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলার (Bengal Ranji Team) হয়ে মাঠে নামতে পারেন। 


গত বছর বিশ্বকাপের পর থেকে আর কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি শামি। চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন তিনি। এই বছরের শুরুতে অস্ত্রোপ্রচার করানোর পর আপাতত রিহ্যাব চলছে তাঁর। তবে তিনি সম্পূর্ণ ফিট হওয়ার পথে অনেকটাই এগিয়ে এসেছেন। নেটে বল করার ভিডিও, ভারোত্তোলনের ভিডিও আগেই পোস্ট করেছিলেন তিনি। এবার ২২ গজের লড়াইয়ে অবশেষে নামতে চলেছেন তিনি। পিটিআইয়ের খবর অনুযায়ী শামি বাংলার রঞ্জি ট্রফির প্রথম দুইটি ম্যাচের অন্তত একটি বা দুইটি ম্যাচই খেলবেন।


শামি ১ অগাস্ট ইস্টবেঙ্গল দিবসেই এবারের রঞ্জিতে ফের বাংলার হয়ে খেলার আভাস দিয়ে রেখেছিলেন। সেই পূর্বাভাসই মিলতে চলেছে মনে হয়। ১১ অক্টোবর থেকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলা রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে। ১৮ অক্টোবর ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে বিহারের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় ম্যাচ। দুই ম্যাচের মধ্যে মাত্র দিন দু'য়েকের ব্যবধান থাকায় দুইটি ম্যাচ খেলা শামির পক্ষে বেশ চাপ হবে বলেই মনে করা হচ্ছে। তাই দুইটির মধ্যে একটি ম্যাচে তাঁকে খেলতে দেখা যেতে পারে। দিনকয়েক আগেই জয় শাহ জানিয়েছিলেন কোনও ক্রিকেটার চোটের কারণে বাইরে গেলে ঘরোয়া ক্রিকেটে নিজের ম্য়াচ ফিটনেস প্রমাণ করেই সে জাতীয় দলে ফিরবে। সেই কারণেই সম্ভবত শামি বাংলার হয়ে মাঠে নামবে।


অক্টোবরেই ভারতীয় দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে। ১৯ অক্টোবর থেকে বেঙ্গালুরু, ২৪ অক্টোবর থেকে পুণে এবং ১ নভেম্বর থেকে পুণেতে সেই তিন ম্যাচ আয়োজিত হবে। এই সিরিজ়েই শামির আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সফরের আগে সিরিজ়ে শামি অন্তত একটি ম্যাচ খেলবেন বলে শোনা যাচ্ছে। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজ় খেলতে শামি আগ্রহী হলেও, তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে আগে। সম্ভবত সেটাই হতে চলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: প্রকাশিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সূচি, কবে খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন ভারত?