কলকাতা: চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় তিনি। মহম্মদ শামি (Mohammed Shami) নিজেই জানিয়েছিলেন, বাংলার হয়ে রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচে খেলতে চান। সিএবি-ও শামিকে খেলানোর ব্যাপারে তৎপর ছিল। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশায় ছিলেন, ওয়ান ডে বিশ্বকাপের পর বাংলার জার্সিতেই ফের মাঠে নেমে বল হাতে দৌড় শুরু করবেন ডানহাতি ফাস্টবোলার।


কিন্তু মহম্মদ শামিকে ছাড়াই রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করল বাংলা। সেই সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শামির নতুন করে চোট পাওয়ার যে জল্পনা ছড়িয়েছিল, সেই গুঞ্জনও থেকে গেল। পুরো ফিট নন বলেই কি শামিকে নিয়ে ধীরে চলো নীতি নেওয়া হচ্ছে?


লখনউয়ে আগামী ১১ অক্টোবর থেকে উত্তর প্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফিতে অভিযান শুরু করবে বাংলা। পরের ম্যাচ খেলবে ঘরের মাঠে। বিহারের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ শুরু হবে ১৮ অক্টোবর। দুই ম্যাচের জন্য ১৯ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে।


প্রত্যাশা মতোই দলের অধিনায়ক করা হয়েছে অনুষ্টুপ মজুমদারকে। যিনি গত মরশুমে দুরন্ত পারফরম্যান্সের জন্য সিএবি-র বর্ষসেরার পুরস্কার পেয়েছেন। ত্রিপুরা ছেড়ে বাংলায় যোগ দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। তাঁকেও বাংলা দলে ফেরানো হয়েছে। রাখা হয়েছে উইকেটকিপার হিসাবেই। উইকেটকিপার হিসাবে রয়েছেন অভিষেক পোড়েলও। তবে ম্যাচে কে উইকেটকিপিং করবেন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।


জাতীয় দলের হয়ে টেস্টে নজর কাড়া আকাশ দীপকে প্রথম দুই ম্যাচের দলে রাখা হয়েছে। আছেন মুকেশ কুমারও। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে সফল পেসার যুধাজিৎ গুহকেও দলে রাখা হয়েছে। শামি না থাকলেও তাঁর ভাই মহম্মদ কাইফ রয়েছেন। গত রঞ্জি ট্রফিতে সফল সূরয সিন্ধু জয়সওয়ালও রয়েছেন দলে। আমির গনি বাংলা দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।


নির্বাচিত বাংলা দল: অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আমেদ, অভিষেক পোড়েল (উইকেটকিপার), ঋত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, আকাশ দীপ, মুকেশ কুমার, সূরয সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি, যুধাজিৎ গুহ, রোহিত কুমার ও ঋষভ বিবেক।


স্ট্যান্ড বাই: সৌম্যদীপ মণ্ডল, গীত পুরি, সুমিত মোহান্ত, প্রীতম চক্রবর্তী, অনন্ত সাহা ও ঈশান পোড়েল


দলের প্রধান কোচ: লক্ষ্মীরতন শুক্ল


কোচ: অরূপ ভট্টাচার্য ও শিবশঙ্কর পাল