নয়াদিল্লি: ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। দীর্ঘ সময় ধরেই স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছে। এর জেরে শামি সর্বদা নিজের মেয়ের সঙ্গে থাকতে পারেন না। তবে মেয়েকে তিনি যে মিস করেন, তা আগেও একাধিকবার জানিয়েছেন শামি। ভারতীয় দলের তারকা ক্রিকেটারের মেয়ে আইরা আজ ১০-এ পা দিলেন। এই উপলক্ষ্যেই এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন শামি।
মেয়ের জন্মদিনে শামি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'প্রিয় মেয়ে, আমরা যে রাতগুলি জেগে জেগে কথাবার্তা বলে, হাসাহাসি করে এবং তোমার নাচের মাধ্যমে কাটিয়েছি, সেই সবগুলো আমার এখনও মনে আছে। তুমি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ, এটা তো আমি ভাবতেই পারছি না। তোমার জীবনে সবকিছু ভাল হোক, আমি এই আর্শীবাদ করি তোমায়। আজ এবং প্রতিদিন ঈশ্বর যেন তোমায় সুস্বাস্থ্য, শান্তি, আনন্দ এবং ভালবাসা দেন। শুভ জন্মদিন।'
শামির সঙ্গে তাঁর স্ত্রীর বিবাদ দীর্ঘদিনের। ২০১৮ সালের পর থেকে হাসিন ও শামি আলাদাই থাকেন। তাঁদের মেয়ে আইরা কিন্তু মায়ের সঙ্গে কলকাতাতেই থাকে। এর ফলেই শামির সঙ্গে তাঁর মেয়ের তেমন দেখা হয় না। তবে যখনই তাঁদের দেখা হয়, তখন যেন আনন্দে আত্মহারা হয়ে যান শামি। নিজের হৃদয় ঢেলে দিয়ে ভারতীয় ক্রিকেটারের লেখা সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতেই তা প্রমাণ করে দেয়। ফের একবার মেয়ের জন্মদিনে এমনই করলেন শামি।
সম্প্রতি দেশের (Indian Cricket Team) ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ে আইরার জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতে ভরণপোষণ চেয়ে হাসিনের দায়ের করা মামলায় নির্দেশিত টাকার পরিমাণে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলাতেই মঙ্গলবার এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এই চার লক্ষ টাকা করে দিলেই কিন্তু সবটা শেষ নয়। কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, সাত বছর ধরে (২০১৮ সালে হয়েছিল মামলা) চলছে এই মামলা এবং সেই অনুপাতে সাত বছর মাসিক ৪ লক্ষ টাকা করে হিসেবে বকেয়া টাকাও পরিশোধ করতে হবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকাকে। এর জন্য অবশ্য শামিকে ছয় মাস সময় দেওয়া হয়েছে।