বেঙ্গালুরু: বর্তমানে ভারত বনাম নিউজ়িল্য়ান্ডের প্রথম টেস্টে কিউয়িরা রোহিত-বাহিনীর থেকে অনেকটাই এগিয়েই। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের তেমন আশা জাগানোর কিছুই খুঁজে পাওয়া বড্ড কঠিন। তবে এই পরিস্থিতিতেও বৃহস্পতিবার, ১৭ অক্টোবর চিন্নাস্বামীর এক ঘটনা একটু হলেও হাসি ফোটাবে ভারতীয়দের মুখে।


নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের খেলা শেষে নেটে একজনকে বল হাতে দেখা যায়। তিনি আর কেউ নন, মহম্মদ শামি। রিপোর্ট অনুযায়ী শামির হাঁটুতে ব্যান্ডেজ লাগানো থাকলেও, তাই নিয়েই তিনি বল করেন। তিনি শুরুটা ছোট রান আপ ও ধীর গতিতে করলেও, আস্তে আস্তে রান আপ এবং গতি দুইই বাড়ে। 


গত বছরের ৫০ ওভারের বিশ্বকাপের পর থেকে মহম্মদ শামি ভারতীয় দলের হয়ে আর মাঠে নামতে পারেননি। চোটে ভুগছিলেন তিনি। অস্ত্রোপ্রচারও হয় করান। তবে এখনও সম্পূর্ণ ফিট হয়ে উঠতে পারেননি তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তিনি নিজের রিহ্যাব সারছেন। ঘটনাক্রমে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ভারত বনাম নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের ভেন্যু বেঙ্গালুুরুতেই অবস্থিত। তাই সেই ফাঁকেই সুযোগ পেয়ে ভারতীয় নেটে বোলিং করতে দেখা যায় শামিকে। তারকা ফাস্ট বোলার কিন্তু একা ছিলেন না। তাঁর সঙ্গে এনসিএ-র বোলিং প্রধান ট্রয় ক্লুনি এবং স্পোর্টস সাইন্স ও মেডিসিনের প্রধান নীতীন পটেলও ছিলেন।


মনে করা হচ্ছিল অস্ট্রেলিয়া সফরে পুরো ফিট শামিকে ফিরে পাবে ভারতীয় দল। তবে তিনি ফের একবার চোটের কবলে পড়েন বলে সদ্যই জানিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক বলেন, 'সত্যি বলতে অস্ট্রেলিয়া সিরিজ়ে ওর খেলা নিয়ে কিছু বলা সম্ভব নয় এখনই। হাঁটুতে সোয়েলিং হওয়া থাকায় ওকে আবার নতুন করে ফিটনেস নিয়ে কাজ করা শুরু করতে হয়েছে। আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ও ডাক্তার এবং ফিজিওদের তত্ত্বাবধানে রয়েছেন। আধা ফিট, অপ্রস্তুত শামিকে আমরা অস্ট্রেলিয়া নিয়ে যাব না।'   


রোহিতের এই মন্তব্যের পর ভারতীয় সমর্থকদের মধ্যে বেশ উদ্বেগ দেখা গিয়েছিল। তবে শামিকে আবার নেটে বোলিং করতে দেখে সেই উদ্বেগ যে খানিক কমল, তা বলাই বাহুল্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধোনি নয়, IPL নিলামের আগে CSK-কে আনক্যাপড হিসাবে অন্য এক তারকাকে রিটেন করার পরামর্শ অশ্বিনের