বেঙ্গালুরু: প্রথম টেস্টে ভারতের বিরুদ্ধে (IND vs NZ 1st Test) অবশেষে চারশো রানের গণ্ডি পার করে অল আউট হল নিউজ়িল্যান্ড। ১৩৪ রানে রবীন্দ্রকে আউট করে কিউয়িদের ইনিংসে ইতি টানলেন কুলদীপ। সাউদি (Tim Southee) ও রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) অষ্টম উইকেটে ১৩৭ রানের পার্টনারশিপে ম্যাচ কার্যত ভারতের নাগালের বাইরে নিয়ে চলে যান।


গতকাল ভারত মাত্র ৪৬ রানে অল আউট হয়ে যাওয়ার পর নিউজ়িল্যান্ড শুরুটা বেশ ভালই করে। দারুণ ছন্দে ব্যাট করছিলেন ডেভন কনওয়ে। অধিনায়ক টম ল্যাথামের সঙ্গে মিলে তিনি হাফসেঞ্চুরির পার্টনারশিপ গড়েন। ল্যাথাম ১৫ রানে আউট হলেও, কনওয়ে দুরন্ত মেজাজে ব্য়াটিং চালিয়ে যান। তবে শতরানের দোরগোড়ায়, ৯১ রানে তাঁর ইনিংস থামান অশ্বিন। উইল ইয়ংও ৩৩ রানে ফেরেন। তিন উইকেটের বিনিময়ে ১৮০ রানে দিন শেষ করে কিউয়িরা। তবে তৃতীয় দিনের শুরুটা কিন্তু ভারতীয় বোলাররা বেশি ভালভাবে করেন।


বুমরা, সিরাজদের গতি, স্যুইং সামলাতে নাজেহাল হচ্ছিল কিউয়ি ব্যাটাররা। মিচেল ১৮ ও টম ব্লান্ডেল পাঁচ রান করে, যথাক্রমে গালি ও স্লিপে ক্যাট দিয়ে সাজঘরে ফেরেন। এরপর রবীন্দ্র জাডেজা জোড়া সাফল্য পান। ৫৩ রানের ব্যবধানে চার উইকেট নিয়ে ভারতীয় দল ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল। চেষ্টা করছিল ২৫০ রানের মধ্যেই কিউয়িদের ইনিংস গুটিয়ে দিতে। তবে সে গুড়ে বালি। সাউদি এবং রাচিন বুঝেশুনে, নিজেদের সময়মতো আক্রমণ শানান।


দুই তারকা অষ্টম উইকেটে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন। সাউদি নিজের অর্ধশতরান পূরণ করেন। রাচিনও কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। এই দুই তারকার ১৩৭ রানের পার্টনারশিপেই ম্যাচ কার্যত ভারতীয় দলের নাগাল থেকে বের করে নিয়ে চলে যায় নিউজ়িল্যান্ড। শেষমেশ সাউদিকে অফ স্টাম্পের বাইরের বলে ৬৫ রানে সাজঘরে ফেরান মহম্মদ সিরাজ। আজাজ পটেলও কুলদীপের ভেল্কির বিরুদ্ধে বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি চার রানে আউট হন।


পরিস্থিতি বুঝে রবীন্দ্র যতটা সম্ভব রান তুলে নেওয়ার চেষ্টাই করেন। সেই লক্ষ্যেই বড় শট হাঁকাতে গিয়ে অবশেষে ১৩৪ রানে তাঁর ইনিংস থামান কুলদীপই। দুই বাঁ-হাতি স্পিনার কুলদীপ ও রবীন্দ্র জাডেজা ভারতের তিনটি করে উইকেট নেন। তবে তা সত্ত্বেও চারশো রানের গণ্ডি পার করেই থামে কিউয়িরা। তাঁদের সংগ্রহ ৪০২। প্রথম ইনিংসে ভারতের থেকে ৩৫৬ রানে এগিয়ে নিউজ়িল্যান্ড। ভারতীয় দলের তরফে এই ম্যাচ জিততে হলে যে বর্তমান পরিস্থিতিতে কার্যত অস্বাভাবিক কিছুই করতে হবে, তা বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'প্রস্তুত...' ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দলে ব্রাত্য তারকার