নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবে টুর্নামেন্ট শেষ করেন ভারতের (Indian Cricket Team) তারকা বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। টুর্নামেন্টের শুরুতে তিনি ভারতীয় একাদশে না থাকলেও, সুযোগ পেয়েই একের পর এক অনবদ্য পারফরম্যান্স করেন তিনি। ভারতের হয়ে তিন বিশ্বকাপ খেলে মেগা টুর্নামেন্টে সর্বকালের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে গিয়েছেন শামি। ২০১৫ সালের বিশ্বকাপটা (ODI World Cup 2015) কিন্তু শামিকে প্রবল ব্যথা সঙ্গে নিয়েই খেলতে হয়।


শামি জানান অস্ট্রেলিয়ায় আয়োজিত ২০১৫ সালের বিশ্বকাপে তাঁর হাঁটুতে চোট ছিল। তবে তিনি অস্ত্রোপ্রচার না করে ব্যথা নিয়েই বিশ্বকাপ খেলেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শামি বলেন, '২০১৫ বিশ্বকাপের আগে আমার হাঁটু ফুলে ছিল। অন্য কেউ হলে ওই ব্যথা নিয়ে খেলতে না হয়তো। তবে আমার ব্যথা সহ্য করার ক্ষমতা রয়েছে। আমায় দুইটি বিকল্প দেওয়া হয়েছিল, হয় তখনই আমায় অস্ত্রোপ্রচার করাতে হত নয়তো টুর্নামেন্ট খেলার পর। ম্যাচের পর প্রতিদিন গোটা দল হোটেলে ফিরলেও, আমি যেতাম হাসপাতালে, ইঞ্জেকশন নিতে। দেশের জন্য খেলার সময় বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায়।'


কথামতো বিশ্বকাপের পরেই শামি অস্ত্রোপ্রচার করান। তারকা ফাস্ট বোলারের অস্ত্রোপ্রচারের পর ডাক্তার নাকি তাঁকে প্রথমে বলেছিলেন তিনি না খুঁড়িয়ে হাঁটতে পারলেই অনেক। 'আমি (অস্ত্রোপ্রচারের) পর দুই ঘণ্টা অবচেতন ছিলাম। জ্ঞান ফেরার পর প্রথমেই ডাক্তারকে জিজ্ঞেস করি যে কবে থেকে আবার খেলা শুরু করতে পারব আমি। তাতে ডাক্তার বলেন না খুঁড়িয়ে হাঁটতে পারাটাই আমার জন্য অনেক বড় বিষয় হবে। খেলা তো দূরের কথা। সবটাই আমি কেমনভাবে রিহ্যাব সারছি, তার উপর নির্ভর করবে।'


শামি ২০১৫ বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ১৭টি উইকেট নেন। বিশ্বকাপের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি হিসাবে তারকা ফাস্ট বোলার টুর্নামেন্ট শেষ করেন। শামির ঘাতক বোলিংয়ে ভর করে ভারতীয় দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয়। কিন্তু সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হৃদয়ভঙ্গ হয় টিম ইন্ডিয়ার। অজ়িদের বিরুদ্ধে হেরেই বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারতীয় ক্রিকেট দল। এবারও সেই অজ়িদের বিরুদ্ধেই স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: কেকেআরে কামব্যাক গৌতম গম্ভীরের