কলকাতা: কেকেআর-র (KKR) হয়ে সবচেয়ে সফল অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁর নেতৃত্বেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দু'টি খেতাব জিতেছিল। আর এবার কেকেআরে ফের শুরু 'গম্ভীর' যুগ। আজ্ঞে হ্যাঁ, এবার আইপিএল ২০২৪ (IPL 2024) এর আগেই এল সুখবর। কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কামব্যাক করলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir )। ইতিমধ্যেই গম্ভীর ট্যুইট করে জানিয়েছেন, 'আমি ফিরে এসেছি। আমি ক্ষুদার্থ।  আমি কেকেআর-কে ভালবাসি।' 


'আমি মোটেই আবেগপ্রবণ ব্যক্তি নই এবং একাধিক বিষয় আমাকে কখনই নড়িয়ে দেয় না'


গম্ভীর আরও জানিয়েছেন, আমি মোটেই আবেগপ্রবণ ব্যক্তি নই। কোনও কিছুই আমায় সহজে আবেগতাড়িত করে না। তবে এই বিষয়টা ভিন্ন। যেখানে সবটা শুরু হয়েছিল, সেই জায়গাতেই আবার ফিরছি।' পুরোনো শিবিরে পা রাখতেই যে হৃদয়ের একুল ওকুল প্লাবিত হয়েছে, তা বলাইবাহুল্য গৌতম গম্ভীরের বার্তায় বোঝা যাচ্ছে। সোনালি-বেগুনী রঙের জার্সি পরে কার্যতই যে তিনি সুখী, তা প্রকাশ পেয়েছে। গম্ভীর আরও বলেছেন, 'আমি শুধুই কেকেআরে ফিরিনি', এ শহরের রূপ-রস-গন্ধও নিতেও তিনি ফিরে এসেছেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর।








আরও পড়ুন, 'আমাদের ছেলেরা বিশ্বকাপ জিতে যেত..', নাম না করে মোদিকে নিশানা রাহুলের


জল্পনাই সত্যি হল আবার, গৌতম গম্ভীর বরাবরই কেকেআর ফ্যামিলির অংশ : শাহরুখ খান


অপরদিকে, শাহরুখ খান (Shah Rukh Khan) জানিয়েছেন, 'গৌতম গম্ভীর বরাবরই কেকেআর পরিবারের অংশ ছিলেন। আমাদের অধিনায়ক এবার মেন্টর রূপে ফিরে এসেছেন।..' প্রসঙ্গত, কেকেআরের হয়ে যুগ্ম খেতাবজয়ী অধিনায়ক গম্ভীর বিগত দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসের হয়ে মেন্টরের দায়িত্ব পালন করেছেন। তবে পরের মরশুমের জন্য লখনউয়ের কোচিং স্টাফে বদল ঘটতে পারে বলেই আগে থেকেই শোনা যাচ্ছিল। বদলেছে লখনউয়ের কোচ এবার সেই দলের মেন্টরও দল ছাড়লেন। গৌতম গম্ভীর লখনউয়ের মেন্টরের দায়িত্ব ছেড়ে কেকেআরের দায়িত্ব নেওয়ায় সেই পদের জন্য নতুন প্রার্থী খুঁজতে হবে। গম্ভীরের ঘরওয়াপসির খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় কেকেআর সমর্থকরা উচ্ছ্বাসে ভাসেন।



  • আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y