ক্যানবেরা: একবার এক রিয়্যালিটি শোয়ে রোহিত শর্মাকে (Rohit Sharma) প্রশ্ন করা হয়েছিল যে তাঁর পছন্দের অভিনেত্রী কে? তখন ভারত অধিনায়ক বলেছিলেন বলি দুনিয়ার কারও সঙ্গে তিনি ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তার থেকে দলের তরুণ সতীর্থ সরফরাজ, ধ্রুব জুড়েল, পন্থরাই তাঁর বেশি কাছের। তাঁদের সঙ্গে সময় কাটানোই তিনি পছন্দ করেন। চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেবার মাঠে রোহিতের একটি সংলাপ বিশাল ভাইরাল হয়েছিল। খেলার ফাঁকে তরুণ ক্রিকেটাররা মাঠে আনমনে ঘুরে বেড়াচ্ছিলেন। যা দেখে মজা করে রোহিত শর্মা বলেছিলেন, ''গার্ডেন মে ঘুম রাহা হ্যাঁ কিয়া..'' যা স্টাম্প মাইকে বিশাল ভাইরাল হয়েছিল। এবার সেই ডায়লগই কপি করতে দেখা গেল মহম্মদ সিরাজকে।


ক্যানবেরাতে গোলাপি বলের প্রস্তুতি ম্য়াচ খেলেছে ভারতীয় দল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্য়াচে ভারত জয় ছিনিয়ে নিয়েছিল। সেই ম্য়াচেই প্রধামন্ত্রী একাদশের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন ম্য়াট রেনেশঁ ও স্যাম কন্টাস। রেনেশঁ স্ট্রাইক নিচ্ছিলেন তখন, প্রথম ওভারে বল করতে এসেছিলেন সিরাজ। ঠিক প্রথম বল করার সময় আচমকাই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন রেনেশঁ। সাইড স্ক্রিনের সামনে কেউ চলাফেরা করছিলেন সেসময়। যা অস্বস্তিতে ফেলেছিল অজি ওপেনারকে। সিরাজও পুরো রান আপ নিয়ে আসার পর আচমকা থেমে যেতে হওয়ায় কিছুটা বিরক্ত হয়ে ওঠেন। ঠিক তখনই ঘুরে দাঁড়িয়ে নিজের বোলিং এন্ডে ফিরে আসার সময় বলে উঠলেন..''গার্ডেন মে ঘুম রাহা হ্যাঁ কিয়া...'' যা শুনে মাঠে উপস্থিত রোহিতও হেসে ওঠেন।


 






উল্লেখ্য, প্রধামন্ত্রী একাদশর বিরুদ্ধে ম্য়াচে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ম্য়াচে প্রথম দিন বৃষ্টিতে এক বলও খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৬ ওভারে ২৪১ রানই বোর্ডে তুলতে পেরেছিল প্রধানমন্ত্রী একাদশ। রান তাড়া করতে নেমে ৪২.৫ ওভারে ২৪১ রান বোর্ডে তুলে নিয়ছিল ভারত। ম্য়াচে প্রধানমন্ত্রী একাদশের স্যাম কন্টাস দুর্দান্ত শতরান হাঁকিয়ে ম্য়াচের সেরা নির্বাচিত হন। অ্য়াডিলেডে টেস্টে ঢোকার অন্য়তম দাবিদার হয়ে উঠেছেন তিনি।


আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ার নন, কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে বিরাটের একসময়ের ডেপুটিই