অ্যাডিলেড: পারথের অপটাস স্টেডিয়ামে প্রথম টেস্টে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারের ধাক্কায় কি অস্ট্রেলীয় শিবিরে (India vs Australia) ফাটল ধরেছে?
অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে এ নিয়ে জোর গুঞ্জন। আর এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। হেড অস্ট্রেলীয় শিবিরে ফাটলের দাবি খারিজ করে দিয়ে জানিয়েছেন যে, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা এককাট্টা। গত তিন-চার বছর ধরে একসঙ্গে খেলছেন। ড্রেসিংরুমে কোনও সমস্যা নেই।
জশ হ্যাজলউডকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছিল, চোটের কারণে অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অজি পেসার। যদিও কয়েকটি মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছে যে, হ্যাজলউডের বাদ পড়ার নেপথ্যে রয়েছে অন্য কারণ। বলা হচ্ছে পারথে অস্ট্রেলিয়ার ২৯৫ রানে হারের পর ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে বলা কথার জন্য বাদ দেওয়া হতে পারে হ্যাজলউডকে।
পারথে পরাজয়ের কারণ জিজ্ঞেস করা সাংবাদিকদের হ্যাজলউড বলেছিলেন, 'আপনাকে সম্ভবত ব্যাটারদের একজনকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে। আমি বেশ হাল্কা মেজাজেই রয়েছি। সামান্য চিকিৎসার প্রয়োজন রয়েছে সেটা করানোর চেষ্টা করছি। পরের টেস্টের দিকে তাকিয়ে আছি।' হ্যাজলউড ঘুরিয়ে ব্যাটিংয়ের সমালোচনা করেছিলেন। ডেভিড ওয়ার্নার, মাইকেল ভন এবং রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটারেরা মনে করছেন, হ্যাজলউডের বাদ পড়ার নেপথ্যে রয়েছে দলের মধ্যে সম্ভাব্য ফাটল।
যদিও সেই গুঞ্জন উড়িয়ে দিচ্ছেন হেড। বলেছেন, 'আমরা ম্যাচ জিতলেও গভীরে গিয়ে কাটাছেঁড়া হয়। আপনি যখন হারের মুখোমুখি হন তখন সমস্ত জিনিস বেরিয়ে আসে। এই দলটিই গত তিন বা চার বছর একসঙ্গে ছিল এবং আমি মনে করি এই দলও খুব বেশি আলাদা নয়। ব্যাটিং হোক বা বোলিং, সকলের কাছেই দলের অনেক প্রত্যাশা রয়েছে।'
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
হেড আরও বলেছেন, 'এটি একটি অত্যন্ত স্বতন্ত্র খেলা। ব্যাটাররা আমাদের নিজেদের ছন্দ ধরে রাখতে চাই। আমরা নিজেদের ভূমিকা কী তা জানি। আমরা জানি আমাদের বোলাররা অতীতে আমাদের জন্য কতটা ভাল পারফর্ম করেছে এবং তারা আমাদের অনেক সমস্যা থেকে বার করে এনেছে। ব্যাটিং ইউনিটের সকল সদস্য এটা জানি যে, আমরা যদি পর্যাপ্ত রান করতে পারি, তা হলে দল হিসাবে খুব ভাল জায়গায় থাকব।'
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর সিরিজ হেরে গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে ভারত? কী বলছে অঙ্ক?