মুম্বই: আগস্ট মাসের আইসিসি প্লেয়ার অফ মন্থ পুরস্কার জিতলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের যে টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে ২-২ ব্যবধানে ড্র করেছিল টিম ইন্ডিয়া। সেই সিরিজে পাঁচটি ম্য়াচেই খেলেছিলেন মহম্মদ সিরাজ। দুরন্ত পারফর্ম করেছিলেন তারকা পেসার। ২ দল মিলিয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন সিরাজ।

গোটা সিরিজে জসপ্রীত বুমরা ২টো ম্য়াচ খেলেননি। তিনটি ম্য়াচ মাত্র খেলেছিলেন তিনি। ওভাল ম্য়াচে দুটো ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন সিরাজ। গোটা সিরিজে ২৩ উইকেট নিয়েছিলেন তারকা ভারতীয় পেসার। মোট ১৮৫.৩ ওভার বল করেছিলেন তিনি গোটা সিরিজে। এই মুহূর্তে এশিয়া কাপে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।

সিরাজ ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেডন সিলস ও নিউজিল্যান্ডের ম্য়াট হেনরি ছিলেন সিরাজের সঙ্গে এক দৌড়ে। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে শেষ পর্যন্ত এই অ্যাওয়ার্ড জিতে নিলেন মহম্মদ সিরাজ।

ভারতের ইংল্যান্ড সফরে যে ম্য়াচগুলোয় জসপ্রীত বুমরা খেলেননি সেই ম্য়াচগুলোয় আরও বেশি করে ভাল পারফরম্য়ান্স করেছেন মহম্মদ সিরাজ। ৪১ টেস্ট খেলা মহম্মদ সিরাজের বোলিং গড় ৩১.০৫। বুমরা খেললে সেই গড় বেড়ে ৩৫ হয়ে যায়, আর তাঁর অনুপস্থিতিতে সিরাজের বোলিং গড় কমে দাঁড়ায় ২৫। বুমরার অবর্তমানে সিরাজের স্ট্রাইক রেটও অনেক ভাল। বুমরার সঙ্গে জুটি বেঁধে বোলিং করলে সিরাজ প্রতিটি ৫৭ বলে উইকেট নেন। সেখানে তিনি একা খেললে ৪৪ বল অন্তরই মেলে সাফল্য।

এর কারণ ফাঁস করেছিলেন সিরাজ নিজেই। তিনি জানিয়েছিলেন, "আমি যদি কোনও সিরিজে বাড়তি দায়িত্ব পাই, সেক্ষেত্রে আমার ভালো পারফরম্যান্স করার বাড়তি তাগিদ এসে যায়। সে যতই আতি পাতি সিরিজ হোক, তবুও ভাল পারফর্ম করার তাগিদ এসে যায়।"

ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে এশিয়া কাপ খেলছে সূর্যকুমার যাবদের অধিনায়কত্বে। প্রথম ম্যাচে আমিরশাহির বিরুদ্ধে জয়ের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে তারা জয় ছিনিয়ে নিয়েছে। তবে পাক ম্যাচে জয়ের পরও অন্য বিতর্ক দানা বেঁধেছে। ম্যাচে টসের সময় ও ম্যাচের পর ভারতের কোনও প্লেয়ার সৌজন্যমূলক করমর্দন করেননি। যা নিয়ে পিসিবি ম্যাচ রেফারির নামেও আইসিসির কাছে অভিযোগ জানিয়েছিল। যদিও ফল কিছুই মেলেনি। এশিয়া কাপ থেকে নাম তুলে নেওয়ার ভাবনায় পাকিস্তান।