কলকাতা: আইপিএলের (IPL 2024) চূড়ান্ত লগ্নের খেলা চলছে। প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চলতি মরশুমের শেষ ম্যাচ খেলে ফেলেছে শাহরুখ খান-জুহি চাওলার দল। 


তবে শহরে টি-টোয়েন্টি ক্রিকেট জ্বরের আঁচ রয়েছে এখনও। খুদেদের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে দেখা গেল উন্মাদনার ছবি। চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টার আয়োজিত অনূর্ধ্ব ১৩ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বাগবাজার নিবেদিতা উদ্যানে রবিবার ফাইনাল খেলায় জয়ী মোহনবাগান ক্লাব (Mohun Bagan AC)। হাড্ডাহাড্ডি ফাইনালে আদিত্য স্কুল অফ স্পোর্টসকে ৯ রানে হারিয়ে দেয় সবুজ-মেরুন শিবির।


প্রথমে ব্যাট করে মোহনবাগান তুলেছিল ২০৪/৬। ২টি চার ও ছয় ছক্কায় ১৬ বলে ৪৯ রান করে অয়ন মণ্ডল। সেই দলের সর্বোচ্চ স্কোরার। এছাড়া রান পেয়েছে নিহাল তাজ রহমান (১৮ বলে ৩৮ রান), বিবেক কুমার (২১ বলে ৩১ রান)। জবাবে ২০ ওভারে ১৯৫ রানে অল আউট হয়ে যায় আদিত্য স্কুল অফ স্পোর্টস। আয়ূষ গুপ্ত ৩৫ বলে ৭৬ ও ওপেনার হিল্লোল রায় ৩৮ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ হয়। আদিত্য স্কুল অফ স্পোর্টসের আর কোনও ব্যাটারই সেভাবে রান পায়নি। ২৫ রানে ৩ উইকেট বিবেক কুমারের। ৩১ রান করার পাশাপাশি নজরকাড়া বোলিং করে ম্যাচের সেরা হয়েছে বিবেকই।


রবিবার পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যেক মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়, চন্দ্রনাথ চট্টোপাধ্যায় মেমোরিয়াল ক্রিকেট কোচিং সেন্টারের চেয়ারম্যান, প্রাক্তন সিএবি ও বোর্ড কর্তা গৌতম দাশগুপ্ত।


হাওড়া ওয়ারিয়র্সের কোচ শুভময়


আইপিএলের পরই শুরু হচ্ছে বেঙ্গল প্রো টি-২০ লিগ। সিএবি পরিচালিত ফ্র্যাঞ্চাইজি নির্ভর এই টুর্নামেন্টের দল হাওড়া ওয়ারিয়র্সের পুরুষ দলের কোচ হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শুভময় দাস। তাঁর সহকারী করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মহিলা দলের কোচ হিসাবে দায়িত্ব পেয়েছেন পারমিতা রায় ও রঞ্জনা যাদব।                                    


আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।