কলকাতা: ক্রিকেটের বাইশ গজে হইচই ফেলে দিল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (Mohun Bagan A.C.)। সিএবি পরিচালিত অম্বর রায় সাব জুনিয়র ট্রফিতে প্রথমে ব্যাট করে গড়ল টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।


কী সেই রেকর্ড?


৪৫ ওভারে ৫৮৩ রান! ওভার প্রতি উঠল প্রায় ১৩ রান করে। যা নিয়ে কলকাতা ময়দানে হইচই পড়ে গিয়েছে। 


মঙ্গলবার অনূর্ধ্ব ১৩ অম্বর রায় সাব জুনিয়র টুর্নামেন্টে (Ambar Roy Sub Junior Trophy) মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও গড়িয়া সবুজ দল। প্রথমে ব্যাট করে সবুজ-মেরুন শিবিরের খুদেরা। ৪৫ ওভারে তোলে ৫৮৩/৪। অম্বর রায় সাব জুনিয়র ক্রিকেট টুর্নামেন্টে যা রেকর্ড। বিবেক কুমার অপরাজিত ১৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে। সুবর্ণ দে ১১৯ রান করে। দীপ দাশগুপ্ত করে ৬৩ রান। প্রণব দাস ৯৭ রান করে অপরাজিত ছিল।


জবাবে গড়িয়া সবুজ দল ১৬.৪ ওভারে মাত্র ১৭ রানে অল আউট হয়ে যায়! মোহনবাগান ম্যাচ জেতে ৫৬৬ রানে! মোহনবাগান ক্লাবের হয়ে অঙ্গদ রাজভার মাত্র ৫ রানে ৩ উইকেট নেয়। ৬ রানের বিনিময়ে ২ উইকেট নেয় খুশবন্ত পাল। কোনও রান না দিয়ে ২ উইকেট নেয় বিবেক।


মেয়র্স কাপে উজ্জ্বল সক্ষম, অংশু


মঙ্গলবার মেয়র্স কাপের গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ ছিল। নজর কাড়ল সক্ষম সিংহ। দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির হয়ে ১০১ রান করার পাশাপাশি বল হাতে নিল ৩৪ রানে ৩ উইকেট। পাশাপাশি সফল ইমরান ১৩ রানে নিল ৪ উইকেট। সুপর্ণ চন্দ্র করেছে ৮৩ রান। রামমোহন মিশন হাইস্কুলকে ৮৪ রানে হারায় দিল্লি পাবলিক স্কুল মেগাসিটি।


অন্য ম্যাচে অংশু গায়েন (২৬ রানে ৪ উইকেট) ও গৌরাংশ জৈনের (৬৫ রান) দাপট দেখাল। দিল্লি পাবলিক স্কুল নিউ টাউন ১০ উইকেটে হারাল সেন্ট থমাস বয়েজ স্কুল খিদিরপুরকে।


মনোর্পণ দত্ত (৫৯), আরভ কেজরিওয়াল (২-৩১), অদ্রিশ বন্দ্যোপাধ্যায় (২-৫)-এর দাপটে বিবেকানন্দ মিশন স্কুল ৫ উইকেটে হারাল সেন্ট মেরিস অরফানেজ অ্যান্ড ডে স্কুলকে। 


অনিকেত শ (৩-২৯), দেবজিৎ দাস (৩৫)-এর সাফল্য পূর্বাঞ্চল বিদ্যা মন্দিরকে অ্যাডামাস ইন্টারন্যাশানল স্কুলের বিরুদ্ধে ৮ উইকেটে জয় এনে দিল। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল মাঠে হাজির না হওয়ায় পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল।


আরও পড়ুন: ঝুলিতে ২১ ক্রিকেটার, চোখধাঁধানো দাম পেলেন বেঙ্কটেশ, কেমন হল কেকেআর দল?




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।