গ্বালিয়র: রবিবাসরীয় সন্ধেতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (IND vs BAN 1st T20I)। সেই ম্যাচের আগে জোরকদমে প্রস্তুতি সারে ভারতীয় ক্রিকেট দল। তবে গ্বালিয়রের অনুশীলনে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) সঙ্গে বারংবার কথা বলতে দেখা যায় মর্নি মর্কেলের (Morne Morkel)। হার্দিকের বোলিংয়ে নাকি সন্তুষ্ট নন ভারতীয় বোলিং কোচ।


টেস্টে দুরন্ত হোয়াইটওয়াশ সম্পূর্ণ। এবার বিশ ওভারের যুদ্ধেও সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছেন ভারতীয় তারকারা। এই সিরিজ়ে অনেক এমন ক্রিকেটার রয়েছেন যারা টেস্টে ছিলেন না। হার্দিক পাণ্ড্য তাঁদের মধ্যে অন্যতম। রিপোর্ট অনুযায়ী, নেটে মর্কেল সব ভারতীয় বোলারদেরই বোলিং খুব খুঁটিয়ে দেখেন। তিনি হার্দিকের সঙ্গে প্রতিটি বলের পরেই কিছু না কিছু কথা বলতে দেখা যায়। মূলত উইকেটের বেশি কাছ থেকে হার্দিক বোলিং করছেন, এই নিয়ে মর্কেল অখুশি ছিলেন বলেন দাবি করা হয়। রিলিজ় পয়েন্ট নিয়েই দুইজনের মধ্যে আলোচনা হয় বলে দাবি করা হচ্ছে।


হার্দিক শ্রীলঙ্কা সিরিজ়ের পর প্রায় মাস দু'য়েক পরে আবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন। দ্বীপরাষ্ট্রের সফরে অবশ্য মর্কেল ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকেই তিনি দায়িত্ব নিয়েছেন। তাই হার্দিকের মতো অনেকেই প্রথমবার মর্কেলের সঙ্গে কাজ করছেন। আর প্রথমবারেই একেবারে হাতে খলমে হার্দিককে ভুলত্রুটি ধরিয়ে দিলেন মর্কেল। অভিজ্ঞ হার্দিক কিন্তু গোটা বিষয়টাকেই স্পোর্টিংলি নেন এবং মনোযোগ সহকারে মর্কেলের না না টিপসগুলি শোনেনও। তবে শুধু তিনি নন, হর্ষিত রানাদের মতো বাকি তারকাদের সঙ্গেও কথাবার্তা বলতে দেখা যায় মর্কেলকে।


 






বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের জন্য ভারতীয় দল:-


সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, হার্দিক পাণ্ড্য, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জীতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিংহ, ময়ঙ্ক যাদব, তিলক বর্মা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: টেস্ট সিরিজ়ে মুখ থুবড়ে পড়েছে দল, টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগে ভারতকে ফের হুঁশিয়ারি শান্তর