নয়াদিল্লি: গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়ে গিয়েছে শ্রীলঙ্কা সফরের মাধ্যমে। তবে গৌতম গম্ভীরের বাকি সাপোর্ট স্টাফ ঘোষণা হলেও, ভারতীয় পুরুষ দলের (Indian Cricket Team) বোলিং কোচের নাম জানানো হয়নি। অনেক দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল যে মর্নি মর্কেল (Morne Morkel) টিম ইন্ডিয়ার নতুন বোলিং কোচ হতে পারেন। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন জয় শাহ (Jay Shah)।


শ্রীলঙ্কা সফরে ভারতীয় 'এ' দলের সঙ্গে কর্তব্যরত সাইরাজ বাহুতুলে টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব পালন করেন। তবে তিনি অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে প্রথম দলের দায়িত্ব নেন। বহুদিন ধরেই মর্কেলের নাম বোলিং কোচ হিসাবে উঠে আসছিল। সেই খবরই নিশ্চিত করলেন বিসিসিআই সচিব। জয় শাহ পিটিআইকে জানান, 'হ্যাঁ, মর্নি মর্কেল ভারতীয় সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন।' শোনা যাচ্ছে বাংলাদেশ সফর থেকে তিনি ভারতীয় দলের দায়িত্ব নেবেন।


মূলত গম্ভীরের ইচ্ছাতেই আর বিনয় কুমার, লক্ষ্মীপতি বালাজিদের পিছনে ফেলে মর্কেলকে ভারতীয় বোলিং কোচের দায়িত্ব দেওয়া হল। মর্কেল অতীতে গম্ভীরের নেতৃত্বে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন। গম্ভীরের সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের বোলিং কোচ হিসাবেও কাজ করেছেন প্রাক্তন ফাস্ট বোলার। এবার তিনি ফের একবার গম্ভীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। তবে এবার টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ় তিনি জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন বলে খবর।


মর্কেল সামনের মাসে ভারতে এসে টিম ইন্ডিয়ার বোলিং কোচের দায়িত্ব সামলাবেন। তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিপোর্ট করবেন এবং ভিভিএস লক্ষ্মণ ও এনসিএর বোলিং কোচ ট্রয় কুলির সঙ্গেও আলাপ আলোচনা সারবেন বলে খবর। পাশাপাশি দলীপ ট্রফির ম্যাচগুলি দেখতেও মর্কেলের উপস্থিত থাকার কথা। মর্কেল আন্তর্জাতিক মহলে পরিচিত নাম। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ৮৬টি টেস্ট, ১১৭টি ওয়ান ডে এবং ৪৪টি টি-টোয়েন্টিতে প্রতিনিধিত্ব করে মোট ৫৪৪টি আন্তর্জাতিক উইকেট নিয়েছেন।


অতীতে কেকেআরের হয়ে আইপিএল খেলা এবং লখনউয়ের কোচিং স্টাফের অংশ হওয়ায় ভারতীয় ক্রিকেটের সঙ্গেও পরিচিত প্রোটিয়া প্রাক্তনী। অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতে ও টি দিলীপের সঙ্গে গম্ভীরের  কোচিং স্টাফের সদস্য হয়ে বার তিনি জাতীয় দলের বোলিং আক্রমণকে উন্নত করার লক্ষ্যে কাজ করবেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম ম্যাচেই গোল পেলেন এমবাপে, আটালান্টাকে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় রিয়াল মাদ্রিদের