দুবাই: গতকালই দুবাইয়ে আইপিএলের নিলাম (IPL Auction 2024) আয়োজিত হয়েছে। সেই নিলামের অন্যতম আকর্ষণ ছিল তারকা কিপার-ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant) নিলামে উপস্থিতি। হেড কোচ রিকি পন্টিং এবং ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনিও দিল্লি ক্যাপিটালসের টেবিলে উপস্থিত ছিলেন।
পন্থ গাড়ি দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। তবে সৌরভ জানিয়েছেন পন্থ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং তিনি আসন্ন মরশুমের আইপিএলে তো খেলবেন বটেই, পাশাপাশি দলকে নেতৃত্ব দিতেও দেখা যাবে তাঁকে। এই খবর স্বাভাবিকভাবেই দিল্লি ক্যাপিটালস তথা ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য দারুণ আনন্দের খবর।
পন্থ নিলামে অংশগ্রহণ করলেও, মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) কিন্তু নিলাম টেবিলে অন্তত দেখা যায়নি। তবে নিলামের আগেই দুবাই পৌঁছে গিয়েছিলেন। মঙ্গলবারই, ধোনি অনুরাগীরা তাঁকে দুবাই বিমানবন্দরে দেখতে পেয়েই উচ্ছ্বাসে মেতে উঠেন। নিলাম টেবিলে দুইজনের দেখা না হলেও, নিলাম শেষে মরুশহরে পন্থ ও তাঁর আইডল মহেন্দ্র সিংহ ধোনিকে একসঙ্গে দেখা যায়। দুই তারকা ক্রিকেটার একে অপরের বিরুদ্ধে হার্ড কোর্টে টেনিস খেলেন।
দুই তারকা ক্রিকেটারের টেনিস খেলার ভিডিও হু হু করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এটা অবশ্য প্রথম নয়। এর আগে এই বছরের দীপাবলিতেও ধোনি এবং পন্থকে একসঙ্গে দেখা গিয়েছিল। নিজের আইডলের সঙ্গে সময় কাটানোটা যে পন্থ খুবই উপভোগ করেন, তা বলাই বাহুল্য।
তবে এই আইপিএল নিলামে হতাশাজনকভাবে দর পেলেন না বাংলার একজন ক্রিকেটারও। প্রদীপের নীচে অন্ধকারের মতো, নিলামে বাংলার প্রাপ্তির ভাঁড়ার শূন্য! এই প্রথম আইপিএলের নিলামের আসর বসেছে ভারতের বাইরে। বাংলার ক্রিকেটপ্রেমীরা আশায় বুক বেঁধেছিলেন, যদি রাজ্যের দু-একজন ক্রিকেটারও দল পায় আইপিএলে। কিন্তু মরুশহর দুবাইয়ের কোকা কোলা এরিনায় হতাশার ছবিটা অপরিবর্তিত। বাংলার কোনও ক্রিকেটারকে নিয়েই নিলামে আগ্রহ দেখাল না কলকাতা নাইট রাইডার্স। বাংলার ক্রিকেটারদের নেয়নি বাকি ৯ দলও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: পেস অ্যাটাকে শামির সঙ্গে উমেশ, নিলাম শাহরুখ খানকে নিয়ে কতটা শক্তিশালী হল গুজরাত শিবির?