নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছেন বহুদিন। তাতে কী? মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) জনপ্রিয়তায় যে এতটুকু ভাটা পড়েনি, তা আইপিএলের চলাকালীন তাঁর মাঠে ঢোকার সময় দর্শকদের গর্জনই প্রমাণ করে দেয়। নিজে সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না হলেও, তিনি যাই করেন, তাই ভাইরাল হয়ে যায়। তাঁর সম্প্রতি একটি বিজ্ঞাপনও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে।

আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। সেই আইসিসি ইভেন্টের বিজ্ঞাপনেই ধোনিকে দেখা গিয়েছে। নতুন হেয়ারস্টাইলে মাহির নতুন লুক সকলের মনও জয় করেছে। এই বিজ্ঞাপনে ধোনিকে বেশ মজাদার কথাবার্তা বলতেও শোনা যায়।

 

 

'ক্যাপ্টেন কুল' বিজ্ঞাপনে দাবি করেন অধিনায়ক হিসাবে মাঠে নামাটা তাঁর জন্য খানিক সহজ ছিল। তবে এখন যখন সমর্থক হিসাবে তিনি ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গলা ফাটানোর প্রস্তুতি, তখন তাঁর উত্তেজনা, চাপ যেন সীমা মানছে না। চাপ ও উত্তাপ সামলাতে 'ডিআরএস' যাকে ভালবেসে ধোনিভক্তরা 'ধোনি রিভিউ সিস্টেম' আখ্যা দিয়েছেন, সেই ডিআরএস নেওয়ার সংকেত দিতেও দেখা যায় ধোনিকে। তবে এক্ষেত্রে পার্থক্য বলতে আম্পায়ারের রিভিউয়ের বদলে তাঁর জন্য বরফ আনা হয়। মজাদার এই বিজ্ঞাপন এবং তাতে ধোনির উপস্থিতি, দুইই এটিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। ফলত সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপন নিয়ে স্বাভাবিকভাবেই অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই ফের একবার তৈরি হয়েছে বিতর্কও। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। আর ঠিক সেই সময়ই আইসিসি-র চিফ এগজিকিউটিভ অফিসার পদ থেকে সরে দাঁড়ালেন জেফ অ্যালার্ডাইস। নেপথ্যে কি পাকিস্তানের অব্যবস্থা? সেরমকই তথ্য উঠে আসছে। শোনা যাচ্ছে, টুর্নামেন্টের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও স্টেডিয়ামের কাজ এখনও সম্পূর্ণ করতে পারেনি পাক ক্রিকেট বোর্ড। সেই জন্যই হয়তো পদত্যাগ করতে বাধ্য হলেন আইসিসির সিইও অ্যালার্ডাইস।

আরও পড়ুন: এক যুগ পরে রঞ্জিতে নামছেন বিরাট কোহলি, কোথায়, কখন দেখবেন তাঁর ম্যাচ?