নয়াদিল্লি: বেশ কয়েক বছর হল মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এবারের আইপিএলেই তাঁর প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। ধোনি নিজে সোশ্যাল মিডিয়ায় একদমই অ্যাক্টিভ নন। তবে তিনি যাই করুন না কেন, তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সদ্যই ফের একবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।


গাড়ি ও বাইকের প্রতি ধোনির প্রীতি নতুন কিছু নয়। অতীতেও বারবার রাস্তায় গাড়ি, বাইক চালানো ধোনির ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি রাঁচির রাস্তায় ফের একবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। নিজের শহরে লাল রঙের ভিন্টেজ একটি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ধোনি। গাড়ির স্টিয়ারিং তাঁরই হাতে ছিল। গাড়ি চালানো অবস্থায় ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়।


 






প্রসঙ্গত, দিনকয়েক আগেই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ ও সুনীল জোশী ধোনির ফার্ম হাউসে ঢুঁ মেরেছিলেন। সেখানে গিয়ে দুই প্রাক্তনী কার্যত তাজ্জব বনে গিয়েছিলেন। ক্যাপ্টেন কুলের অসংখ্য বাইকের সংগ্রহ ও ভিন্টেজ গাড়ির সংগ্রহের ভিডিও পোস্ট করেন প্রাক্তন ভারতীয় পেসার বেঙ্কটেশ প্রসাদ। নিজের ভিডিও পোস্টের ক্যাপশনে ভেঙ্কটেশ লিখেছেন, 'আমার দেখা অন্যতম গাড়ি পাগল মানুষ। কী অসাধারণ সংগ্রহ ওর গাড়ির। আর মানুষটাও দুর্দান্ত। প্রচুর কিছু অর্জন করেছে ধোনি। মানুষ হিসেবেও দারুণ। রাঁচিতে ওর বাড়িতে গাড়ি ও বাইকের সংগ্রহ দেখলাম। মানুষটার প্য়াশন আছে।'


ভিডিওটি করছিলেন ধোনির স্ত্রী সাক্ষী মালিক। তিনি ভিডিওতে প্রশ্ন করছেন প্রথমে প্রসাদকে। তিনি জিজ্ঞাসা করেছিলেন যে, 'কেমন লাগছে রাঁচিতে প্রথমবার এসে?'' প্রাক্তন ভারতীয় পেসার জবাবে বলেন, 'রাঁচিতে আমার প্রথমবার আসা নয়। এই নিয়ে আমি চতুর্থবার এখানে এলাম। কিন্তু ধোনির বাইকের সংগ্রহ ও গ্যারাজ দেখে আমি অবাক। কারও প্যাশন, ভালবাস ও কেউ বাইক নিয়ে এতটা পাগল না হলে এমনটা সম্ভব নয়।'' এরপরই প্রসাদ যোগ করেন, ''এটা তো পুরো বাইকের একটা শো-রুম হতে পারে। আমি অবশ্যই বলব এই কথা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: তৃতীয় ওয়ান ডেতেও ভারতীয় দলে অব্যাহত থাকবে পরীক্ষা-নিরীক্ষা? কী বললেন জাডেজা?