রাঁচি: আরও একটা বসন্ত পেরিয়ে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। ৪৪ পেরিয়ে ৪৫ এ পা রাখলেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। কিছুদিন আগেই নিজের বিবাহবার্ষিকীর কেক কেটেছিলেন স্ত্রী সাক্ষীর সঙ্গে। সেই ছবিও সাক্ষী তাঁর সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন। যা ছিল ৪ জুলাই। আর ঠিক চারদিন পরেই নিজের জন্মদিন (Happy Birthday) উদযাপন করছেন ক্যাপ্টেন কুল। ধোনির জন্মদিন উপলক্ষে তাঁর রাচির বাড়ির বাইরে সমর্থকদের ঢল চোখের পড়ার মত। বৃষ্টি মাথায় নিয়ে ছাতা হাতেই প্রিয় ক্রিকেটারের বিশেষ দিনটি সেলিব্রেট করতে জড়ো হয়েছেন সবাই।
সংবাদ সংস্থা ANI-তে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে ধোনির একটি বিশাল কাট আউট নিয়ে এমএসধোনি ফ্য়ান ক্লাবের সদস্যরা সবাই ধোনির বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকেই ফ্য়ান ক্লাবের নির্দিষ্ট জার্সি পরেছেন। সেখানে রয়েছে অসংখ্য খুদেও। যারা ধোনির ফ্যান। শুধু কাট আউটই নয়। সঙ্গে কেকও নিয়ে এসেছেন ফ্যান ক্লাবের সদস্যরা। নিজেরাই কেক কেটে ধোনির কাট আউটের সামনে ধরেছেন।
রেলের টিটি থেকে ২২ গজের সম্রাট হয়ে ওঠা ছিল ধোনির কেরিয়ারের সবচেয়ে বর্ণময় অধ্যায়। দেশের নেতৃত্ব শুধু দেননি। বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ক্ষুরধার মস্তিষ্ক মনে করা হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। ভারতের জার্সিতে ক্যাপ্টেন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ান ডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রপি জিতেছেন। ঝুলিতে রয়েছে পাঁচটি আইপিএল খেতাবও। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু। ২০২০ সালে ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এখন শুধুমাত্র আইপিএলেই খেলতে দেখা যায় এমএসডিকে।
মহেন্দ্র সিংহ ধোনি এবং সাক্ষী ধোনির বিয়ে হয় ৪ জুলাই ২০১০ সালে । তাঁদের বিবাহ অনুষ্ঠান দেহরাদূনের বিশ্রামতি রিসর্টে হয়েছিল । সম্প্রতি শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে সাক্ষী জানিয়েছেন যে, তাঁদের বিয়ের ১৫ বছর পূর্ণ হয়েছে এবং তাঁরা এখন ১৬ বছরে পা দিয়েছেন । ধোনি এবং সাক্ষীর একটি মেয়ে আছে, যার নাম জিভা । জিভা ধোনির জন্ম হয় ৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে।