নয়াদিল্লি: ট্রফি জয়ের নিরিখে ভারতের সর্বকালের সফলতম অধিনায়ক তিনি। সবসময় প্রচারের আলো তাঁর দিকে। তবে ২২ গজের বাইরে জাঁকজমকের বাইরেই থাকতে পছন্দ করেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। নিজের ফার্ম হাউসে পোষ্যদের নিয়ে সময় কাটান, চাষ করেন, আবার সময় পেলেই বাইক নিয়ে টহল দিতেও বেরিয়ে পরেন। এবার বন্ধদের সঙ্গে এক ধাবায় জমিয়ে খেতে দেখা গেল ধোনিকে।


২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ধোনি। আইপিএলে খেলা চালিয়ে গেলেও, কোনও ঘরোয়া ক্রিকেট ম্যাচ খেলেন না তিনি। সোশ্যাল মিডিয়া থেকে দূরে ব্যক্তিগত জীবন প্রচারের আলোর বাইরেই কাটাতে আগ্রহী মাহি। তবে তা সম্পূর্ণ সম্ভব হয় আর কই। কিংবদন্তি ক্রিকেটার যাই করেন, তাতেই ভাইরাল। প্রচারের আলো থেকে সরে থাকতে চান বলেই হয়তো, তাঁকে যখনই প্রকাশ্যে দেখা যায়, তখনই সেই ছবি বা ভিডিও ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তাঁর এক ছবি ফের ভাইরাল হয়েছে।


সেই ছবিতে বেশ কয়েকজনের সঙ্গে খাবার টেবিলে বসে রয়েছেন ধোনি। এই বিষয়ে বেশি কিছু তথ্য পাওয়া না গেলেও, চারিপাশের দৃশ্য দেখে ধারণা করা হচ্ছে মাহি সম্ভবত নিজের কাছের বন্ধুদের সঙ্গে আশেপাশেরই কোনও ধাবায় ভোজ সারতে গিয়েছিলেন। সেখানে বেশ আরাম করে গা এলিয়ে চেয়ারে বসে থাকতে দেখা যায় ধোনিকে। তাঁর পরনে ছিল এক টি শার্ট, হাতে ঘড়ি।      


 



 


প্রসঙ্গত, ৪৩-র ধোনি আসন্ন আইপিএলে খেলবেন কি না, সেই নিয়ে জোর জল্পনা চলছে। সব বিচার বিবেচনা করেই তিনি নিজের সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছিলেন ধোনি। শোনা যাচ্ছে তাঁকে নাকি আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করতে পারে সিএসকে। আইপিএলের অতীতের এক নিয়ম অনুযায়ী চার বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেললে, সেই ক্রিকেটারকে আনক্যাপড তালিকায় ধরা হয়। ধোনিও চার বছরের অধিক সময় ক্রিকেট খেলেননি। তাই তাঁকে আনক্যাপড হিসাবে দল রিটেন করতে পারে, এমনটা ধোনি নাকি নিজেই হলুদ ব্রিগেডকে পরামর্শ দিয়েছেন। সেইমতো সিএসকে এই নিয়ম আবার আইপিএলে ফিরিয়ে আনার জন্য বিসিসিআইয়ের কাছে আবেদনও করেছে বলে দাবি করা হচ্ছে। অবশ্য সিএসকের সিইও কাশী বিশ্বনাথন এই দাবি খারিজ করে দিয়েছেন। ধোনি ২০২৫ সালের আইপিএলে খেলেন কি না, এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: এবার সিনেমার পর্দায় যুবরাজ সিংহের কাহিনি, আসছে বিশ্বজয়ী ক্রিকেটারের বায়োপিক