নয়াদিল্লি: দুই বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাঁকিয়েছিলেন ছয় ছক্কা। ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়েও হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। সেই যুবরাজ সিংহের (Yuvraj Singh) জীবনী এবার সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে। আজই সরকারিভাবে যুবরাজ সিংহের বায়োপিক (Yuvraj Singh Biopic) নির্মাণের কথা ঘোষণা করা হল। ভারতের হয়ে দুই বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি সিনেমার প্রযোজনা করবেন ভূষণ কুমার (Bhusan Kumar) ও রবি ভাগচন্দোকা।


ছয় ছক্কার মালিকের জীবনী নিয়ে তৈরি সিনেমার নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে টি সিরিজ়ের ঘোষণার পোস্টটির মধ্য়ে 'সিক্স সিক্সেস' হ্যাশট্যাগ লক্ষ্য করা যাচ্ছে। এটি সিনেমার নাম হতে পারে বলে মনে করছেন অনেকে। টি সিরিজ়ের তরফে যুবরাজের বায়োপিক ঘোষণা করে লেখা হয়, '২২ গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন কাহিনি ফিরে দেখা। যুবরাজ সিংহের হার না মানা মনোভাব ও সাফল্যের কাহিনি শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে।'


 






এই সিনেমার মাধ্যমে যুবরাজের ২২ গজের কৃতিত্ব তো বটেই, পাশাপাশি মাঠের বাইরেও তাঁর জীবনযুদ্ধে বিবরণ পাওয়া যাবে। টি সিরিজ়ের মতো বড় ব্যানারে তাঁর বায়োপিক তৈরি হবে, তাই যুবরাজ অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই এই সিনেমা ঘিরে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। তবে সিনেমার কথা ঘোষণা করলেও, সরকারিভাবে এর নাম, কবে ছবিটি মুক্তি পাবে বা সিনেমায় কোন কোন অভিনেতা, অভিনেত্রী থাকছেন, সেই বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি। তবে প্রযোজকদের তরফে এই বিষয়ে শীঘ্রই আরও তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।


সাম্প্রতিক সময়ে একাধিক তারকা ক্রীড়াবিদদের জীবন কাহিনি নিয়ে বায়োপিক তৈরি হয়েছে। যুবরাজের দীর্ঘদিনের সতীর্থ মহেন্দ্র সিংহ ধোনি, কিংবদন্তি সচিন তেন্ডুলকর, প্রাক্তন ভারতীয় অধিনায়ক আজহারউদ্দিনকে নিয়ে তৈরি সিনেমা ইতিমধ্যেই মুক্তি পয়েছে। মেরি কম, মিলখা সিংহদের মতো ব্যক্তিত্বদের বায়োপিকও রয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন কাহিনি সেলুলয়েডের পর্দায় আসতে চলেছে। সেই নিয়ে বহুদিন ধরেই না না আলোচনা চলছে। এরই মাঝে যুবরাজের বর্ণময় জীবন নিয়ে সিনেমার কথাও ঘোষণা করা হল।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্যারিস অলিম্পিক্সে পদক না এলেও ১৬ কোটি টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন বিনেশ ফোগত?