কলকাতা: আর জি কর হাসপাতালে (RG Kar doctor death) মহিলা চিকিৎসককে ধর্ষণ আর নৃশংস হত্যার প্রতিবাদে তোলপাড় দেশ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে প্রতিবাদী আন্দোলনের ঢেউ। সোমবার ছিল রাখিপূর্ণিমা। যেদিন অনেকেই সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি কালো করে দিয়ে প্রতিবাদ জানালেন আর জি করের নৃশংসতার।
সেই দলে নাম লেখালেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। সোমবার রাতের দিকে তিনি নিজের প্রোফাইল ছবি মুছে দিয়েছেন। বদলে কালো করে দিয়েছেন নিজের প্রোফাইল ছবি। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও ভয়ঙ্কর মৃত্যুর ঘটনার প্রতিবাদ হিসাবে।
আর জি কর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সৌরভ নিজে এই ঘটনাকে ভয়ঙ্কর বলে অ্যাখ্যা দেন। তবে সেই সঙ্গে তাঁর করা একটি মন্তব্য নিয়েও জলঘোলা হয়। সৌরভ বলেছিলেন, বিক্ষিপ্ত ঘটনা।
তারপরই সমালোচনার তোড়ে ভেসে যান জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। নানা মহল থেকে সৌরভকে নিয়ে ধেয়ে আসে কটাক্ষ, প্রবল সমালোচনার শিকার হন। এমনকী, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও কন্যা ডোনা ও সানাকেও নিয়ে হতে থাকে আক্রমণ। তা নিয়ে ফের মুখ খোলেন সৌরভ। দাবি করেন, ভুল ব্যাখ্যা করা হয়েছিল তাঁর কথার।
কলকাতার একটু অনুষ্ঠানে সৌরভকে আর জি কর কাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে বলেছিলেন, 'খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ন্যক্কারজনকও বটে। এমন অপরাধের কোনও ক্ষমা নেই। এই ঘটনায় প্রশাসনের অবিলম্বে পদক্ষেপ উচিত।' তারপরই তিনি যোগ করেন, 'আসলে এই ধরনের ঘটনা যে কোনও জায়গায় হতে পারে। দুর্ভাগ্যক্রমে ঘটনাটা ঘটল হাসপাতালে। একটা ঘটনার উপর ভিত্তি করে পুরো সিস্টেম নিয়ে সমালোচনা করাটা ঠিক নয়। বাংলায় মেয়েদের নিরাপত্তা আছে।' তারপরই প্রবল সমালোচিত হন সৌরভ।
সৌরভ বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানে বলেন, 'আমি আগেও বলেছিলাম, এটা ভয়ানক ঘটনা। আমার বক্তব্যের ভুল ব্যাখ্য়া করা হয়েছিল। এখন অন্দোলন অনেক এগিয়েছে। সিবিআই তদন্ত করছে। এই ঘটনা লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের ধরতে পারলে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তীতে এরকম কিছু করার আগে মানুষ একশোবার ভাবে।'
আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য