মুম্বই: গত আইপিএলের আগেই রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল তাঁরা। হার্দিক পাণ্ড্যকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছিল। যদিও টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্য়ান্স এতটাই খারাপ ছিল যে মুখ ঢাকতে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিকে। এমনকী রোহিতকে অধিনায়ক পদ থেকে সরানোর জন্য মুখ পুড়েছিল দেশজুড়ে। এরপর রোহিত ভারত অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। আর এবাব মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে যে রোহিত শর্মাকে ধরে রাখার জন্য নাকি উঠেপড়ে লেগেছে মুম্বই ফ্র্যাঞ্চাইজি। এমনকী ব্যক্তিগত স্তরেও ভারত অধিনায়কের সঙ্গে কথা বলছেন নীতা আম্বানি, আকাশ আম্বানিরা। 


গত আইপিএলেই মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে রোহিত শর্মা আগামী মরশুম থেকে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না। ফ্র্য়াঞ্চাইজির মালিক ও দলের প্রধান কোচ মার্ক বাউচারের সঙ্গেও সম্পর্ক তলানিতে ঠেকেছিল। কিন্তু গত কয়েক মাসে পরিস্থিতি বদলেছে। সূত্রের খবর, রোহিত শর্মার সব শর্তই নাকি মেনে নিতে পারে মুম্বই শিবির। এমনকী দল গঠনের ক্ষেত্রেও রোহিতের মত নেওয়া হবে। এমনকী সূর্যকুমার যাদবকে আদৌ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হবে কি না, তা নিয়েও রোহিত শর্মার মত নেওয়া হবে। মুম্বই শিবির চাইছে রোহিত, সূর্যকুমার ও বুমরাকে ধরে রাখতে আগামী আইপিএল মরশুমের জন্য।


 বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু ১৯ তারিখ থেকে। তার আগে ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে দলীপ ট্রফি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে সব ক্রিরেটারেরা দলীপ ট্রফি খেুলক, চাইছে বোর্ডও। তাই অভিজ্ঞ রোহিত ও বিরাটকেও এবার দলীপ ট্রফিতে দেখা যেতে পারে। দলে রাখা হতে পারে তাঁদের। 


২০১৬ সালে শেষবার দলীপ ট্রফি খেলেছিলেন ভারত অধিনায়ক। তখন রোহিতের বয়স ছিল ২৯ বছর। ইন্ডিয়া ব্লু দলের হয়ে খেলেছিলেন রোহিত সেবার। ইন্ডিয়া রেড দলের বিরুদ্ধে ম্য়াচে খেলতে নেমেছিলেন রোহিত। ম্য়াচে অবশ্য বিশাল কিছু প্রভাব ফেলতে পারেননি রোহিত। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৭ বলে ৩০ রানের ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলেন রোহিত। এরপরই ইনিংস ডিক্লেয়ার করে ইন্ডিয়া ব্লু। ম্য়াচে ১০ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। ইন্ডিয়া ব্লু সেই ম্য়াচে ৩৫৫ রানে জয় ছিনিয়ে নেয়।