মুম্বই: কেমন আছেন মুশির খান? মুম্বইয়ের তরুণ ক্রিকেটার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এবার নিজেই নিজের শরীরের অবস্থা সম্পর্কে জানালেন তরুণ এই ব্যাটার। গত শনিবার বাবা নৌশাদ খানের সঙ্গেই গাড়িতে ইরানি ট্রফি খেলতে যাচ্ছিলেন মুশির। সেই সময় যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। উল্টে যায় গাড়িটি। কাঁধে মারাত্মক চোট পান মুশির। তাঁর হাড় ভেঙেছে বলেও শোনা গিয়েছে। বিপদসীমার বাইরে বেরিয়ে গিয়েছেন। তবে জানা গিয়েছে গাড়িটি উল্টে চার-পাঁচবার পাল্টি খেয়েছিল। 


গত দুদিন ধরে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি। রবিবার নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন মুশির। সেখানে দেখা যাচ্ছে যে গলায় বেল্ট পড়া। বাবা নৌশাদকে পাশে নিয়ে মুশির বলছেন, ''প্রথমেই আমি নতুন জীবনের জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি এখন সুস্থ আছি। আমার বাবাও সঙ্গে ছিলেন। বাবাও সুস্থ আছেন। যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, তাঁদেরকে আমি ধন্যবাদ জানাই।''


সূত্রের খবর, আগামী ১৬ সপ্তাহ হয়ত মাঠের বাইরে থাকতে হবে মুশিরকে। সেক্ষেত্রে চলতি বছরে আর কোনও টুর্নামেন্টে বা ম্য়াচে খেলতে নামতে পারবেনই না মুশির।  ভারতীয় দলের জার্সিতে কিছুদিন আগেই অভিষেক করা সরফরাজ খানের ভাই মুশির আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন ইরানি ট্রফি খেলতে। কিন্তু পথেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। কাঁধে মারাত্মক চোট পেয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন মুশির।



লাল বলের ফর্ম্য়াটে মুশিরের পারফরম্য়ান্স বেশ চমকপ্রদ ছিল। দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। আপাতত মুম্বইয়ের বেসরকারি হাসপাতালেই চিকিৎসা চলছে মুশিরের।


মুশিরের বাবা নৌশাদকেও বলতে শোনা যায়, ''ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। যাঁরা যাঁরা আমার বন্ধু, আত্মীয়, শুভাকাঙ্খীরা আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাঁদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এছাড়াও মুম্বই ক্রিকেট সংস্থা ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে ধন্যবাদ জানাতে তাই। ভবিষ্যতে সব আপডেট বোর্ডের তরফেই দেওয়া হবে। যা পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞ।"


আরও পড়ুন: দুরন্ত জয় দিয়ে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু ভারতীয় দলের, নজর কাড়লেন জেমাইমা, পূজা