কানপুর: শেষ কবে এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বিসিসিআইকে (BCCI), ঠিক মনে পড়ছে না কারও। কানপুরের গ্রিন পার্কে টেস্ট (Kanpur Green Park Test) ম্য়াচ আয়োজন করতে গিয়ে রীতিমত মুখ পুড়ছে এখন বোর্ডের। তিনদিনের খেলায় মাত্র ৩৫ ওভার করা সম্ভব হয়েছে। এমনকী প্রথম দিন ছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনে এক বলও খেলা হয়নি। খারাপ আবহাওয়া ও তার থেকেও বড় কথা নিম্নমানের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে। এবার কানপুর গ্রিন পার্কে টেস্ট আয়োজন নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বসিত আলি। 


সম্প্রতি এক সাক্ষাৎকারে বসিত আলি জানান, ''রাত থেকে আগের দিন বৃষ্টি হয়নি। তবুও ম্য়ানেজমেন্ট একটা মাঠ শোকাতে পারছে না। এতটাই খারাপ পরিস্থিতি? দুটো সুপার সপার ব্যবহার করেও মাঠ শুকনো যায়নি। এটার মানে কভার একেবারেই সঠিক মানের নয়। মাঠ ভেজাই ছিল পুরো দিন। জয় শাহ-র পরবর্তী যে বোর্ড সচিব হয়ে আসবেন, আমি চাইব কানপুরকে টেস্ট ম্য়াচ আয়োজন যাতে আর না করতে পারে, সেই সিদ্ধান্ত নেবেন।''


শনিবার রাতের থেকে কোনও বৃষ্টি সেভাবে হয়নি কানপুরে। কিন্তু রবিবার নির্ধারিত সময়ের পর প্রায় সাড়ে চার ঘণ্টা অপেক্ষা করেও মাঠ কোনওভাবেই শোকানো যায়নি। বোলারদের রান আপের জায়গা থেকে শুরু করে বেশ কিছু আউটফিল্ডের স্থানে ভেজা মাটি ছিল। বাউন্ডারি লাইনের ধারে তো অবস্থা আরও বাজে ছিল। বসিত আলি মনে করিয়ে দিচ্ছেন যে কানপুর ম্য়াচের যদি ফল না বেরয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে বেগ পেতে হতে পারে ভারতীয় দলকে। তিনি বলছেন, ''কানপুর টেস্টের কোনও ফল না হলে ভারতের জন্য় টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চাপ বাড়বে। অনেকেই মনে করছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ জিতবে ভারত। কিন্তু যদি একটি ম্য়াচেও ফল অন্যরকম হয়। ড্র বা ভারত হারে, তবে কিন্তু অঙ্কটা অনেক জটিল হয়ে যাবে রোহিতদের জন্য।''


মাঠে পরপর দুইদিন ভেস্তে গিয়েছে ম্যাচ। মাঠের পরিস্থিতি, বন্দোবস্ত সব নিয়েই ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অনেকেই এই মাঠ এবং মাঠের বিভিন্ন বন্দোবস্তকে সবথেকে খারাপ বলে দাবি করেছেন। অনেকেই আবার উপদেশ দিচ্ছেন এরপর থেকে যেন পরিবেশের আগাম পূর্বাভাস না দেখে কোনও ম্যাচের ভেন্যু ঘোষণা না করা হয়।