রাওয়ালপিন্ডি: পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্টের (PAK vs BAN 1st Test) প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে দাপট দেখিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। বাংলাদেশের প্রথম ইনিংসও সাক্ষী থাকল আরেক কিপার-ব্যাটার (যদিও এই ম্যাচে কিপিং করছেন না তিনি) মুশফিকুর রহিমের (Mushfiqur Rahim) দুরন্ত ১৯১ রানের ইনিংসের। অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া করলেন বটে, তবে তাতেও বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু ইতিহাস গড়ে ফেললেন।
রাওয়ালপিন্ডিতে প্রচণ্ড গরমের মধ্যেও ধৈর্য্য এবং দক্ষতার নিদর্শন দিলেন মুশফিকুর। তাঁর ১৯১ রানের ইনিংস এবং প্রথমে লিটন দাস ও তারপর মেহেদি হাসান মিরাজের সঙ্গে দুইটি সেঞ্চুরি রানের পার্টনারশিপ পাকিস্তানের প্রথম ইনিংসে লিড নেওয়ার আশায় জল ঢেলে দেয়। নিজের কেরিয়ারের ১১তম টেস্ট শতরানটি করেই কিন্তু মুশফিকুর ইতিহাস গড়ে ফেললেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুরই বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি এই সেঞ্চুরির সুবাদে তিনি টেস্টে বাংলাদেশের বাইরের মাটিতে তামিম ইকবালকে পিছনে ফেলে সর্বকালের সর্বোচ্চ শতরানকারী হয়ে গেলেন। মুশফিকুরের এটি দেশের বাইরে পঞ্চম টেস্ট শতরান।
দিনের শুরুটা মুশফিকুর ও লিটন করেছিলেন। তবে তাঁদের পার্টনারশিপ খুব বেশিক্ষণ টেকেনি। ৫৬ রানে আউট হন লিটন। তবে তারপর মেহেদি হাসানের সঙ্গে মিলে ১৯৬ রানের পার্টনারশিপে মুশফিকুর বাংলাদেশকে প্রথম ইনিংসে লিড এনে দেন। তিনি দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন বটে। তবে বেশ ক্লান্ত হওয়া ব্যাটারের মতো অফস্টাম্পের বাইরে মহম্মদ আলির বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরতে হয় মুশফিকুরকে। মেহেদি হাসান ৭৭ রানের ইনিংস খেলে আউট হন।
৫৬৫ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস। ১১৭ রানের লিড নিতে সক্ষম হয় ওপার বাংলার দল। চতুর্থ দিনে পাকিস্তান একাধিক ক্য়াচ মিস করে। তারই খেসারত দিতে হল শান মাসুদদের। তাদের হয়ে নাসিম শাহ তিন উইকেট নিয়ে প্রথম ইনিংসের সফলতম বোলার। জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের স্কোর এক উইকেটের বিনিময়ে ২৩ রান। শরিফুল বাংলাদেশের হয়ে উইকেটটি নেন। পাকিস্তান আপাতত ৯৪ রানে পিছিয়ে। খুব আহামরি কিছু না ঘটলে এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দল থেকে বাদ দিয়ে দেশে ফেরানো হোক, হত্যাকাণ্ডে শাকিবের নাম জড়ানোর পরেই বোর্ডকে আইনি নোটিস