ঢাকা: বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) জাতীয় দল থেকে বাদ দিয়ে তাঁকে দেশে ফেরাতে আইনি নোটিস পাঠানো হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (Bangladesh Cricket Board) সুপ্রিম কোর্টের আইনজীবী সজীব মাহমুদ আলম। শনিবার, ২৪ অগাস্টই বিসিবিকে এই নোটিস পাঠানো হয়েছে।


তারকা বাংলাদেশি অলরাউন্ডার শাকিবের নামে সম্প্রতিই এক খুনের অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিবাদ গোটা বিশ্বে শিরোনাম কেড়ে নিয়েছিল। শয়ে শয়ে প্রাণহানির কথাও সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে ওপার বাংলায় রিপোর্ট অনুযায়ী ৫ অগাস্ট রুবেল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। পেশায় পোশাককর্মী রুবেলের মৃত্যুর জন্য রুবেলের বাবা রফিকুল থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজধানী ঢাকার আদাবর পুলিশ স্টেশনে দায়ের করা মামলায় শাকিব আল হাসানের নাম রয়েছে। মামলায় ২৮ নম্বর অভিযুক্ত হিসাবে শাকিবের নাম রাখা হয়েছে। 


সেই অভিযোগের ভিত্তিতের তদন্তের স্বার্থে শাকিবকে দেশে ফেরানোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার বর্তমানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নেমেছেন। আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী শাকিবের বিরদ্ধে মামলা থাকায় এবং পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করায় তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না। এই নিয়ম দেখিয়েই তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুত নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। পাশাপাশি যেহেতু তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই অভিযুক্ত হিসাবে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে বিচার প্রক্রিয়া শুরু করার কথাও জানানো হয়েছে নোটিসে। আইসিসিকেও এই বিষয়ে অবগত করার জন্য বলা হয়েছে।


রফিকুলের অভিযোগ অনুযায়ী ৫ অগাস্ট রাজধানী ঢাকার আদাবরে এক প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেই প্রতিবাদী মিছিলে গুলির আঘাতে রুবেল জখম হন বলে অভিযোগ। রিপোর্ট অনুযায়ী বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি দিন দু'য়েক লড়াই করেন বটে। তবে ৭ অগাস্ট মৃত্যুর কোলে ঢোলে পড়ে রুবেল। অভিযোগ রুবেলের অংশ নেওয়া মিছিলে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে উস্কানিমূলক মন্তব্যে দাঙ্গা বাঁধানো হয় এবং সেই মিছিল লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গোটা বিষয়টা জানিয়ে রুবেলের বাবা পুলিশের দ্বারস্থ হয়েছেন। শাকিবের পাশাপাশি প্রাক্তন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা ফিরদৌসের নামও রয়েছে এই অভিযোগে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'হিটম্যান'র পরিবারে আসছে নতুন সদস্য! দ্বিতীয়বার বাবা, মা হচ্ছেন রোহিত-রীতিকা?