নয়াদিল্লি: 'INDIA'-র নামবদল ঘিরে চারিদিকে শোরগোল। এবার থেকে 'INDIA'-র বদলে সব ভাষাতে সর্বত্রই 'ভারত' (Bharat) নামকরণের দাবি জোরাল হচ্ছে। সেই প্রক্রিয়াও ধীরে ধীরে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো নিমন্ত্রণপত্র এবং অন্য দেশকে পাঠানো পুস্তিকায় ইংরেজিতে 'INDIA' লেখার পরিবর্তে, দেশকে 'ভারত' বলে উল্লেখ করা হয়েছে। এবার আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপে (ODI World Cup 2023) দেশের (Indian Cricket Team) জার্সিতেও 'ভারত' লেখার দাবি উঠল। দাবি তুললেন খোদ ভারতীয় প্রাক্তনী।
সামনের মাসেই ভারতের মাটিতেই শুরু হতে চলেছে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপের জন্য আজই ১৫ সদস্যের ভারতীয় প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। বিসিসিআইয়ের তরফে সেই দলে কারা কারা সুযোগ পেয়েছেন তা জানিয়ে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়, যেখানে 'টিম ইন্ডিয়া' হ্যাশট্যাগ দেওয়া হয়। সেই পোস্টটিই শেয়ার করে ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag) 'টিম ইন্ডিয়া'র বদলে দেশের জার্সিতে 'ভারত' লেখার দাবি জানান। বোর্ড সচিব জয় শাহকেও ট্যাগ করেই এই দাবি জানান সহবাগ।
তিনি লেখেন, 'টিম ইন্ডিয়া নয়, টিম ভারত। এই বিশ্বকাপে আমাদের হৃদয়ে ভারতকে নিয়েই যেন আমরা কোহলি, রোহিত, বুমরা, জাডেজার হয়ে গলা ফাটাই। পাশাপাশি জয় শাহ আপনি দেখুন যাতে দলের খেলোয়াড়রা ভারত লেখা জার্সি পরেই মাঠে নামে।'
এক নেটিজেন এই মন্তব্যের পর সহবাগকে রাজনীতিক হওয়া উচিত বলে খোঁচাও দেন। তবে সহবাগের স্পষ্ট জবাব, তিনি রাজনীতি করায় আগ্রহী নন। এমনকী তাঁর সঙ্গে দুই রাজনৈতিক দল এ বিষয়ে যোগাযোগ করলেও, তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলেই জানান ভারতীয় প্রাক্তনী। 'আমি রাজনীতিতে একেবারই আগ্রহী নই। শেষ দুই নির্বাচনে তো দুই শীর্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার মতে বিনোদন বা ক্রীড়াজগতের সঙ্গে জড়িত কাউকেই রাজনীতিতে আসা উচিত নয়, কারণ যারা আসেন তারা সকলেই ক্ষমতার লোভে আসেন। আমজনতার জন্য তাদের সময় নেই। খালি প্রচারের আলোয় থাকার জন্যই এসব করে। আমি না না ভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা, ধারাভাষ্য দেওয়া এগুলি করতেই পছন্দ করি। পার্ট টাইম সংসদ সদস্য হওয়াটা কোন সময়ই আমার লক্ষ্য নয়।' বলেন সহবাগ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নেপাল ম্যাচে অর্ধশতরান করে রেকর্ড গড়েছেন, তবুও আফশোস গিলের, কিন্তু কেন?